এখন পড়ছেন
হোম > রাজ্য > সন্ত্রাসের নাটক করছ! ৫৮ হাজার বুথে মনোনয়ন চলাকালীন ৭ টি ঘটনা ঘটেছে: মুখ্যমন্ত্রী

সন্ত্রাসের নাটক করছ! ৫৮ হাজার বুথে মনোনয়ন চলাকালীন ৭ টি ঘটনা ঘটেছে: মুখ্যমন্ত্রী


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দাবী রাজ্যের উন্নয়ন থমকে আছে পঞ্চায়েত ভোট আইনি জটিলতায় আটকে থাকায়।তিনি অভিযোগ ছুঁড়ে দিয়েছেন বিরোধীদের দিকে।বলেছেন,বিরোধীরা ভোটে যেতে না চেয়ে সমস্ত প্রক্রিয়া থামিয়ে রেখেছে।উল্টোদিকে বিরোধীরা যুক্তি দেখিয়েছে যে রাজ্যে ‘উন্নয়ন’ এর জেরেই মনোনয়ন জমা দেওয়া যায় নি!তারা কোনো সুবিচার পায়নি রাজ্য প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে তাই বাধ্য হয়ে যেতে হয়েছে আদালতের কাছে।কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পঞ্চায়েত মামলা আবার সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দেওয়ার পরে মুখ্যমন্ত্রী সোমবার জানান যে তিনি আদালতের বিষয়ে কোনও মন্তব্য করবেনন না। প্রশাসনিক ক্যালেন্ডার দেখে তারিখ নির্ধারিত হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সব পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে হয়ে গিয়েছে মনোনয়নসহ। সিপিএম-কংগ্রেস-বিজেপি জগাই-মাধাই-বিদাই বলে কটাক্ষ করেছেন তিনি। তাঁরা নাকি ইচ্ছা করে দেরি করছে রাজনৈতিক প্রশ্ন তুলে।মুখ্যমন্ত্রীর আরো জানালেন যে নির্বাচনী আচরণবিধি জারি থাকায় নতুন কোনও প্রকল্প করা যাচ্ছে না। মমতার কথায়, ”একটা অনিশ্চিত অবস্থা!আশঙ্কায় শাসকদল আইনি লড়াইয়ের জেরে ভোটের তারিখ পিছিয়ে যাওয়া নিয়ে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ৮ থেকে ১৩ মে’র মধ্যে গরম পড়ে যায়। তার পরে কালবৈশাখী এবং বর্ষাকাল আসে। রমজান মাসে ভোটে অসুবিধা হয়। মুখ্যমন্ত্রীর কথায়, ”সব কিছু ভেবেচিন্তে করতে (ভোটের নির্ঘণ্ট) হয়েছে। সন্ত্রাসের নাটক করছ! ৫৮ হাজার বুথে মনোনয়ন চলাকালীন সাতটি ঘটনা ঘটেছে। ব্যক্তিগত ভাবে, আইনজীবী হিসাবে আদালতের প্রতি সম্মান রেখে বলছি, আদালতের আগেই সংবাদমাধ্যম বিচার করে ফেলছে!”বিরোধীরা অবশ্যই মমতার সঙ্গে একমত নয়।এই নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, ”তৃণমূলের তর সইছিল না। সিঙ্গল বেঞ্চে নিষ্পত্তি হওয়ার আগেই তারা ডিভিশন বেঞ্চে গিয়েছিল। ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে পুনর্মূষিক ভব!” সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের মতে, ”এই সরকারের আমলে কোনও গণতান্ত্রিক অধিকারই সুরক্ষিত নয়। তার জন্য আদালত ও রাস্তায়, সর্বত্র লড়াই করতে হবে।” বিজেপি-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর কটাক্ষ, ”মুখ্যমন্ত্রী সেই উন্নয়নের কথা বলছেন তো, যারা কাপড়ে মুখ ঢেকে ঘুরছে, বোমা-গুলি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে? ঠিক! এই উন্নয়ন একটু ব্যাহত হল বইকী!”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!