এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূলে টিকিট না পেলেই বিজেপিতে, ভাঙন রোধে অন্যভাবে ‘মর্যাদা’ দেবে শাসকদল

তৃণমূলে টিকিট না পেলেই বিজেপিতে, ভাঙন রোধে অন্যভাবে ‘মর্যাদা’ দেবে শাসকদল

পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন একটা সমস্যা ঘনীভূত হচ্ছে শাসকমহলে।যারা তৃণমূলে প্রার্থী হতে পারছেন না তাদের একটা বড় অংশ চলে যাচ্ছে বিজেপিতে ।ফলে শাসকদল চিন্তিত দুটি বিষয়ে।এক,তৃণমূল থেকে বিজেপিতে চলে যাওয়ার প্রবণতা।দুই,নিজেদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই সমস্যার সমাধান করে তৃণমূল নেত্রী নির্দেশ দিয়েছিলেন, আগের পঞ্চায়েতে জেতা তৃণমূলের সদস্যদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না থাকে তবে এবার তাদেরকেই প্রার্থী করা হবে।তবুও দেখা গেল গতবারের বেশকিছু বিজয়ী প্রার্থী গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি এছাড়া জেলা পরিষদেও মনোনয়ন পাননি।তাই কোনো উপায় না পেয়ে অন্যভাবে তাদের ‘!মর্যাদা’ দেওয়ার কথা ভাবছে দল।যেমন
এরকমই একটা ঘটনার উদাহরণ দেখা গেছিলো নদিয়ার মহেশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা বিশ্বাসকে নিয়ে।সুনীল(কেষ্ট) পাল সেই তালিকাভুক্ত হলেন সোমবার।যেহেতু তাঁকে মনোনয়নের সুযোগ নেই তাই ক্ষোভ কমাতে দেওয়া হল জেলায় সাংগঠনিক দায়িত্ব।জেলা নেতৃত্ব উওর ২৪ পরগনায় ব্যারাকপুর-২ ব্লকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ২৩ জন জেতা সদস্যকে প্রার্থী করতে রাজি হননি।এই অভিযোগের পর মুখ্যমন্ত্রীর নির্দেশেই ২৩ জন আবার মনোনয়ন পেশের সুযোগ পান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!