এখন পড়ছেন
হোম > জাতীয় > গোটা দেশেই রাপিড টেস্ট বন্ধ অনির্দিষ্টকালের জন্য! করোনা যুদ্ধে কি ক্রমশ পেছোচ্ছে ভারত?

গোটা দেশেই রাপিড টেস্ট বন্ধ অনির্দিষ্টকালের জন্য! করোনা যুদ্ধে কি ক্রমশ পেছোচ্ছে ভারত?

যত দিন যাচ্ছে, তত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভয়াবহ এই ভাইরাসের তেমনভাবে কোনো প্রতিষেধক না থাকায়, রাপিড টেস্টের মাধ্যমেই যে সচেতন থাকা যাবে এবং মানুষকে চিহ্নিত করা যাবে, তা বারবার জানিয়ে এসেছেন বিশেষজ্ঞরা। তবে এবার সেই রাপিড টেস্ট বন্ধ রাখার নির্দেশ দেওয়ায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল। কিন্তু যেখানে এই পদক্ষেপের মাধ্যমে করোনা ভাইরাস কতটা ছড়িয়েছে তা চিহ্নিত করা যাবে, সেখানে কেন তা বন্ধ করে দেওয়ার মত সিদ্ধান্ত নেওয়া হল? রাপিড টেস্ট যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে না?

প্রসঙ্গত, কেন্দ্রের পক্ষ থেকে টেস্টিং কিট পাওয়ার পরেই পশ্চিমবঙ্গ, রাজস্থান সহ একাধিক রাজ্যের পক্ষ থেকে সেই কিট সঠিক নয় বলে অভিযোগ করা হয়েছিল। আর তারপরেই রাজ্যগুলির সেই অভিযোগ খতিয়ে দেখার কথা জানায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিক্যাল রিসার্চ।

এদিকে গোটা বিষয়টি খতিয়ে দেখার পর রাজ্যগুলিকে জানানো হয়েছিল যে, তাদের অতিরিক্ত টেস্ট কিট সরবরাহ করা হবে।কিন্তু এরই মাঝে রাপিড টেস্ট সম্পূর্ণ মাত্রায় বন্ধ হয়ে যাওয়ায় উঠছে প্রশ্ন। জানা গেছে, গত 21 এপ্রিল রাজ্যগুলিকে টেস্ট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত তেমনভাবে সেই নির্দেশকে তুলে নিতে দেখা যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি আইসিএমআরের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যতদিন না বলা হবে, ততদিন এই রাপিড টেস্ট সম্পূর্ণ মাত্রায় বন্ধ থাকবে। কিন্তু কেন আইসিএমআরের পক্ষ থেকে এই বক্তব্য শোনা গেল? বর্তমান সময়ে যখন করোনাকে প্রতিরোধ করতে গেলে রাপিড টেস্ট অত্যন্ত জরুরী বলে দাবি করছেন সকলে, সেখানে এভাবে তা স্থগিত করে দেওয়ায় বিড়ম্বনা বাড়বে বলেই মত একাংশের।

বস্তুত, 31 মের মধ্যে প্রতিদিন এক লক্ষ পরীক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছিল আইসিএমআর। কিন্তু এবার তারাই রাপিড টেস্ট আপাতত বন্ধ করার যে সিদ্ধান্ত জানালেন, তা অনেকের কপালেই চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, আসলে টেস্ট কিট নিয়ে অনেক ত্রুটি দেখা দিচ্ছে। তার ফলেই আপাতত এই গোটা বিষয়টি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু করোনাকে বধ করতে গেলে এই টেস্ট অত্যন্ত জরুরী। ফলে আপাতত তা রাজ্যগুলিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়ায় কবে এই নির্দেশ তুলে নেয় আইসিএমআর, এখন তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!