এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তুলকালাম কান্ড শুভেন্দুর গড়ে, পোড়ানো হলো সাংসদের কুশপুতুল

তুলকালাম কান্ড শুভেন্দুর গড়ে, পোড়ানো হলো সাংসদের কুশপুতুল

তুলকালাম কান্ড শুভেন্দুর গড়ে,পোড়ানো হলো সাংসদের কুশপুতুল। এদিন আদিবাসীদের নিয়ে ঝাড়গ্রামের তৃণমূল সাংসদ উমা সরেন -এর মন্তব্য ঘিরে উত্তাল হলো দাঁতন, ঝাড়গ্রাম সহ গোটা পশ্চিম মেদিনীপুর। প্রসঙ্গত,একটি আন্তর্জাতিক সম্মেলনে প্রতিনিধিত্ব করতে জেনিভায় গিয়েছিলেন সংসদ উমা সোরেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেখানে গিয়েই উমাদেবী আদিবাসীদের ‘কুর্মি’ সম্প্রদায়ভুক্ত বলে মন্তব্য করেছেন এদিকে আদিবাসীদের মনে হয়েছিল যে তাদের সংস্কৃতি ও কৃষ্টিকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরবেন কিন্তু তা না করে ‘কুর্মি’ বলেছেন বলে তাঁরা আপনানিত বোধ করেছেন ও আহত হয়েছেন বলে অভিযোগ আদিবাসীদের।আর এর প্রতিবাদে আদিবাসীদের সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহল’মিছিল করে ও তারপর সাংসদের কুশপুতুল পোড়ানো হয়। এই নিয়ে সংগঠনের নেতা নিমাই হেমরম ও সূর্যকান্ত মুর্মু বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে ঝাড়গ্রামের সাংসদ তাঁর বক্তব্যে আদিবাসীদের অসম্মানিত করেছেন। আমাদের আশাহত করেছেন তিনি। তারই প্রতিবাদ জানাচ্ছি।”এদিন সংগঠনের জেলা স্তরের নেতা রবীন টুডু বলেন,”যাঁরা আদিবাসী নন, তাঁদের ‘আদিবাসী’ আখ্যা দিয়েছেন সাংসদ। ১৯৮৯ সালের এসসি, এসটি আইন তিনি লঘু করেছেন। আমরা এর তীব্র বিরোধিতা করছি।” সামনেই পঞ্চায়েত ভোট আর তার আগে এই পরিস্থিতি হওয়ায় অস্বস্তিতে শাসকদল।আর যেহেতু মেদিনীপুর শুভেন্দুবাবুর গড় ফলে তাঁর চাপ কিছুটা বাড়লো বলেই মনে করছে রাজনৈতিকমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!