এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আদালতের মাস্টারস্ট্রোক! ইডির চাপে এবার কাবু হবেন ভাইপো? উচ্ছ্বসিত বিজেপি!

আদালতের মাস্টারস্ট্রোক! ইডির চাপে এবার কাবু হবেন ভাইপো? উচ্ছ্বসিত বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইডির ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ তোলপাড় সৃষ্টি করেছিল রাজ্য রাজনীতিতে। যুবরাজ ব্যাপক চাপে পড়ে গিয়েছিলেন। আর এর মাঝেই আবার তাকে আগামী 9 তারিখ তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমত পরিস্থিতিতে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার আর রক্ষাকবচ হয়ত পাবেন না তিনি। আজ না হোক কাল, তাকে ইডির মুখোমুখি হতেই হবে। আদালতের বক্তব্যের পর তেমনটাই বলছে বিরোধীদের একাংশ।

প্রসঙ্গত, এদিন বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে যাওয়ার বিষয়টি নিয়ে শুনানি হয়। আর সেখানেই বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যে বড় নির্দেশ দেন। তিনি বলেন, “9 তারিখ না হলে 11 বা 12 তারিখ যাবেন। সেখানে গিয়ে সব তথ্য দিয়ে আসবেন। যদি সব তথ্য দেওয়া না হয়, তারপরে আবার সময় চাইবেন, দিয়ে আসবেন।” আর এখানেই দুটি বিষয় নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। অনেকে বলছেন, তাহলে কি 9 তারিখ ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে তলব করেছে, তা পিছিয়ে যেতে পারে? এবার কি আদালতের নির্দেশে তা 11 বা 12 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে! আবার একপক্ষ বলছে, যেদিনই হোক, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতেই হবে যুবরাজকে।

বিরোধীদের দাবি, আদালতের নির্দেশেই তদন্ত প্রক্রিয়া কিছুটা হলেও নতুন দিশা পাচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা প্রতিনিয়ত প্রশ্নের মুখে পড়ছে। কিন্তু আদালতের বিচারপতিরা বুঝিয়ে দিচ্ছেন যে, দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়ে রাঘব বোয়ালদের বিপাকে ফেলে দিচ্ছেন বিচারপতিরা। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েও খুব একটা স্বস্তি হয়তো পেলেন না। একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে, ইডি যে সমস্ত তথ্য নথি চেয়েছে, তা জমা দিতেই হবে যুবরাজকে। এক্ষেত্রে আদালত কোনো ঢিলেমি বরদাস্ত করবে না বলেই আশা বিরোধী শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, এর আগে যত যত বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন বাংলার যুবরাজ, ততবার রক্ষাকবচ নিয়েই সেখানে গিয়েছেন। যিনি বলেন, আমি এক পয়সার দুর্নীতির সঙ্গে জড়িত নই, তার এত ভয় কিসের! সেটাই একটা বড় প্রশ্নের বিষয়। বারবার আদালতে গিয়ে রক্ষাকবচ নিয়ে তাকে ইডির মুখোমুখি হতে হয়েছে। এবারেও তিনি বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়ে বুঝিয়ে দিয়েছেন যে, তিনি সৎ সাহস নিয়ে লড়তে পারবেন না। তেমনটাই দাবি করছে বিরোধীরা। আর এতসবের মাঝে আদালতের পর্যবেক্ষণ একটা জিনিস স্পষ্ট করে দিল যে, বাহানা দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আর যাই হোক এড়িয়ে যেতে পারবেন না বাংলার যুবরাজ। দিনের শেষে তেমনটাই দাবি রাজনৈতিক সমালোচকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!