এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কাকভোরে মন্ত্রীর বাড়িতে ইডি, তল্লাশিতেই বাজিমাত? শাস্তি চাই, বড় দাবি বিজেপির!

কাকভোরে মন্ত্রীর বাড়িতে ইডি, তল্লাশিতেই বাজিমাত? শাস্তি চাই, বড় দাবি বিজেপির!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে এতদিন একটা প্রশ্ন ছিল। আদালতেও প্রশ্নের মুখে পড়েছিল ইডি। কিন্তু এবার যেভাবে হাত খুলে খেলতে শুরু করলো সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাতে আশা তৈরি হয়েছে বিরোধীদের মধ্যেও। আগেভাগে কোনো পূর্বাভাস ছিল না। কিন্তু হঠাৎ করেই পৌর নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যমগ্রাম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে আজ ভোরেই পৌঁছে গেলেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, তারা সেই বাড়িতে প্রবেশ করার পর থেকেই এখনও পর্যন্ত ক্রমাগত তল্লাশি চালিয়ে যাচ্ছে। মূলত, অয়ন শীলের অফিস থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, তার ভিত্তিতেই আজ রাজ্যের খাদ্যমন্ত্রী বাড়িতে এই তল্লাশি বলে খবর।

সূত্রের খবর, এদিন ভোরের অন্ধকার থাকার সময় ইডি আধিকারিকরা রথীন ঘোষের বাড়িতে পৌঁছে যায়। তবে শুধু রথীনবাবু নয়, রাজ্যের প্রায় জায়গায় ইডির পক্ষ থেকে এই তল্লাশি চলছে বলে খবর। মূলত, নিয়োগ দুর্নীতি মামলায় রহস্য ভেদ করার সময়েই সামনে আসে পৌর নিয়োগ দুর্নীতির বিষয়টি। যার ফলস্বরূপ সেই সময় থেকেই তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তারা কেন কড়া পদক্ষেপ নিচ্ছে না, সেই ব্যাপারে একটা প্রশ্ন ছিলই। কিন্তু এবার এই প্রথম পৌর নিয়োগ দুর্নীতি মামলায় কোনো মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালাতে শুরু করল ইডি। আর সাত সকালে এই খবর সামনে আসার পরেই রীতিমত উচ্ছ্বসিত বিরোধী শিবির।

বিরোধীদের দাবি, তল্লাশি চালানোর প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা খুব ভালো কাজ করেছে। কারণ তাদের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মনেও একটা প্রশ্ন ছিল। তবে এবার আর তল্লাশি করলে হবে না। এবার শাস্তি দিতে হবে অভিযুক্তদের। দুর্নীতি যে হয়েছে, তা তো প্রমাণিত। তাহলে এত তথ্য থাকার পরেও কেন ডাকাডাকি এবং তল্লাশি করার মধ্যেই আটকে থাকছে কেন্দ্রীয় সংস্থা! যতক্ষণ না অভিযুক্তদের গ্রেফতারি হচ্ছে, ততক্ষণ মানুষের মনেও একটা প্রশ্ন থাকবে বলেই দাবি বিরোধীদের।

পর্যবেক্ষকদের মতে, এর আগেও যখন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল, তখন তার বাড়িতে দীর্ঘ সময় তল্লাশি করার সময় গোটা বাড়ি সিআইএসএফ দিয়ে ঘিরে রাখা হয়েছিল। সেদিক থেকে একই প্রবণতা দেখা যাচ্ছে পৌর নিয়োগ দুর্নীতি মামলায় নাম উঠে আসা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের ক্ষেত্রেও। তার বাড়িতে কাকভোরে ইডির পৌঁছে যাওয়া এবং তারপর এখনও পর্যন্ত সমান গতিতে তল্লাশি করা, চিন্তা বাড়াচ্ছে ঘাসফুল শিবিরের। অনেকে বলছেন, কিছু সময় পরেই হয়ত তৃণমূল একটা বড়সড় দুঃসংবাদ পেতে পারে। তল্লাশের মধ্যে দিয়েই যদি আজকেই বাজিমাত করে ফেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাহলে হেভিওয়েট মন্ত্রীর কপালে শনি নাচছে বলেই দাবি বিরোধী মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!