এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা বিধি ভঙ্গের অভিযোগে মন্ত্রী এবং তাঁর শতাধিক সমর্থকের বিরুদ্ধে এফআইআর দায়ের

করোনা বিধি ভঙ্গের অভিযোগে মন্ত্রী এবং তাঁর শতাধিক সমর্থকের বিরুদ্ধে এফআইআর দায়ের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই করোনা ভ্যাকসিনের ব্যাপারে আশা প্রকাশ করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছিলেন, ভ্যাকসিন পেতে আর একমাসেরও কম সময় লাগবে। শুধু তাই নয়, করোনা যুদ্ধে তাঁর রাজ্য উত্তরপ্রদেশ জয়ের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে বলেও দাবি করেছিলেন তিনি। বস্তুত, ভ্যাকসিন নিয়ে দেশে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন।

সেখানে ভ্যাকসিনের ট্রায়াল থেকে শুরু করে অনুমোদন পাওয়া নিয়ে ধোঁয়াশা কাটেনি দেশবাসীর। সেইসঙ্গে ভ্যাকসিন এলে সেটা সাধারণের জন্য আদৌ কতটা কার্যকর হবে, সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন চিকিৎসকরা। তাই আপাতত করোনা পরিস্থিতি সামাল দিতে করোনা সতর্কতা মেনে চলাই শ্রেয় বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা।

সেইমত কেন্দ্র রাজ্য থেকে দেশের মানুষকে করোনা বিধি মেনে চলার কথাও বলা হয়েছিল। শুধু তাই নয়, আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে নির্বাচনের প্রচারের কাজেও এই করোনা সর্তকতা পালন করতে হবে বলেই জানান হয়েছিল। কিন্তু সম্প্রতি করোনা বিধি ভঙ্গের অভিযোগে মন্ত্রী এবং তাঁর শতাধিক সমর্থকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, করোনা বিধি ভঙ্গের অভিযোগে বিজেপির পশ্চিম উত্তর প্রদেশের মন্ত্রী পন্ডিত আশীষ ভাটস এবং তাঁর শতাধিক সমর্থকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। আর সেই এফআইআর দায়ের করেছে গৌতম বুদ্ধ নগর পুলিশ। সেইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে করোনার সময় বিনা অনুমতিতে রোড শো করার অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসঙ্গে জানা গেছে, দাদরি কোতোয়ালিতে এই মামলা দায়ের করা হয়েছে। বস্তুত, এদিন বিজেপি কর্মীরা মন্ত্রী আশীষ ভাটসকে স্বাগত জানাতে গ্রেটার নয়ডা-দাদরিতে একটি রোড শোয়ের আয়োজন করা হয়েছিল বলে জানা যায়। এখানে ১৪৪ ধারা জারি থাকলেও তা মানা হয়নি বলেই অভিযোগ উঠেছে।

শুধু তাই নয়, এর সঙ্গে রোড শো চলাকালীন কেউ মাস্ক পরেননি বা শারীরিক দূরত্বও মানেননি বলেই দাবি করা হয়েছে। এছাড়া ওই রোড শোয়ের সময় ওই মন্ত্রী নাকি গাড়ির ছাদেও চড়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।

আর এখানেই অভিযোগকারীদের মতে, এটি যথেষ্ট ঝুকিপূর্ণ কাজ। কারণ প্রচুর লোক গাড়ি নিয়েও এই রোড শো-এ অংশ নিয়েছিলেন। সেখানে শারীরিক দূরত্ব তো ছিলই না, এমনকি অনেকে মাস্ক ছাড়া খোলা মুখে বেড়িয়েছেন বলেও দাবি করা হয়। আর এখানেই বিরোধীদের মন্তব্য যে কেন্দ্র থেকেই যেখানে মিছিলের লোক সংখ্যা থেকে সতর্কতাবিধি নির্দিষ্ট করে জানান হয়েছে, সেখানে বিজেপি মন্ত্রী এমন দায়িত্বহীন কাজ কিভাবে করতে পারলেন!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!