এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অধিকারীদের ঘুম একাই নিয়েছেন ছিনিয়ে মিলল মমতার বড়সড় পুরস্কার! আবেগে ভাসছেন হেভিওয়েট তৃণমূলী

অধিকারীদের ঘুম একাই নিয়েছেন ছিনিয়ে মিলল মমতার বড়সড় পুরস্কার! আবেগে ভাসছেন হেভিওয়েট তৃণমূলী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পূর্ব মেদিনীপুর জেলা থেকে চারবার বিধায়ক হয়েছেন তৃণমূল নেতা অখিল গিরি। কিন্তু জেলা বাদে রাজ্য রাজনীতিতে এতদিন তাঁর তেমন পরিচিতি ছিল না, কিন্তু যে সময় থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব শুরু হলো, সে সময় থেকেই রাজ্য রাজনীতির এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হতে শুরু করেন অখিল গিরি। আর এবার তিনি রাজ্যের মন্ত্রী হলেন। ফলে আরও উজ্জ্বল হলেন এই রাজনৈতিক ব্যক্তিত্ব রাজ্যের রাজনীতিতে।

যে সময়ে শুভেন্দু অধিকারী সহ গোটা অধিকারী পরিবার তৃণমূলভূক্ত ছিল, সে সময় থেকেই অধিকারী পরিবারের সঙ্গে তেমন একটা বনিবনা ছিলনা অখিল গিরির। অধিকারী পরিবারের প্রভাবে অনেকটাই নিষ্প্রভ ছিলেন তিনি। কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে দেবার পর অধিকারী পরিবারের প্রভাব, প্রতিপত্তি কমাবার দায়িত্ব তাঁকেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সে দায়িত্ব তিনি যথেষ্ট সফলতার সঙ্গে পালন করতে পেরেছেন। তাই এবার তিনি পেলেন বড়োসড়ো পুরস্কার। আজ রাজ্যের মন্ত্রী সভায় তিনি শপথ নিতে চলেছেন। সফলতায় আনন্দে আবেগে আবেগে উত্তাল রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বও এই ঘটনায় যথেষ্ট আনন্দিত। অনেকেই বলতে শুরু করেছেন, অধিকারী পরিবারের প্রভাব কমে যাবার পর জেলার শীর্ষে চলে এসেছেন অখিল গিরি। অধিকারী পরিবারের প্রভাব প্রতিপত্তি হ্রাস করে দেবার গুরু দায়িত্ব ছিল তাঁর কাঁধে। নিজের দায়িত্ব তিনি যথাযোগ্যভাবে পালন করেছেন। অধিকারী পরিবারের প্রভাব ছিন্ন করে জেলায় ঘাস ফুল ফোটানোর কাজটি যথেষ্ট সুষ্ঠুভাবে পালন করতে পেরেছেন তিনি। তাই এবার তিনি পেলেন পুরস্কার।

অধিকারী পরিবারের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিকবার বিষেদাগার করেছেন অখিল গিরি। তিনি জানান, নির্বাচনে বিরোধী দলের সঙ্গে তাঁর যেমন লড়াই ছিল, তেমনি লড়াই ছিল অধিকারী পরিবারের সঙ্গেও । অধিকারী পরিবার যেভাবে তৃণমূল দলকে পরিচালনা করেছিল, তার বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। তিনি জানালেন, তিনি এটা ভেবে আনন্দিত যে, অধিকারী পরিবার চলে যাওয়ার পরেও নিজের জায়গা ধরে রাখতে পেরেছে তৃণমূল। তমলুক থেকে কাঁথি লোকসভা কেন্দ্রে বেশি আসনে পিছিয়ে আছে তৃণমূল। তাঁর প্রথম লড়াই হবে হেরে যাওয়া আসন পুনরুদ্ধার। এ চেষ্টা সফল হবে বলে আশা করছেন তিনি।

আজ মন্ত্রিসভাতে শপথ নিতে যাচ্ছেন অখিল গিরি। রামনগরের বিধায়ক অখিল গিরি জানালেন, তাঁর এই লড়াই হল দীর্ঘ রাজনৈতিক লড়াই। মুখ্যমন্ত্রী তাঁকে বহুকাল আগেই সংগ্রামী স্বীকৃতি দিয়েছিলেন। এবার নতুন দায়িত্ব পাচ্ছেন তিনি। প্রসঙ্গত, নির্বাচনী প্রচারেও তাঁর ভূয়সী প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তাঁর অসুস্থতার কারণে পিছিয়ে দেয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর সভা একসময়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!