এখন পড়ছেন
হোম > জাতীয় > সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকায় এবার কি গেরুয়া ঝড়? নাড্ডার বিশেষ পদক্ষেপে আশা বাড়ছে বিজেপির

সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকায় এবার কি গেরুয়া ঝড়? নাড্ডার বিশেষ পদক্ষেপে আশা বাড়ছে বিজেপির


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপিকে সংখ্যালঘু বিরোধী দল বলেই দাবি করে বিরোধীরা। সেদিক থেকে বিরোধীদের দিকে যেমন এতদিন সংখ্যালঘুদের সমর্থন ছিল, ঠিক তেমনই সকলের আশঙ্কাকে বাড়িয়ে দিয়ে বিভিন্ন রাজ্যে নির্বাচনে লড়তে দেখা যাচ্ছে হায়দ্রাবাদের রাজনৈতিক দল এআইএমআইএমকে। স্বাভাবিকভাবেই সংখ্যালঘু ভোট যে তাদের দিকেই থাকবে সেই ব্যাপারে নিশ্চিত বিশ্লেষকদের একাংশ।

তবে বিজেপি অবশ্য এতে বিন্দুমাত্র বিচলিত নয়। আর তাই এবার সেই এআইএমআইএমের শক্ত ঘাটি হায়দ্রাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের নির্বাচন হওয়াকে আরও সরগরম করে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। যেখানে হায়দ্রাবাদের মাটিতে দাঁড়িয়ে জনসাধারণের কাছে আবেদন করলেন, যাতে সকলেই বিজেপিকে সমর্থন করেন।

এদিন হায়দ্রাবাদের নির্বাচনী প্রচারে গিয়ে তেলেঙ্গানার বর্তমান কে চন্দ্রশেখর রাওয়ের সরকারের পতনের সূচনা হবে বলে দাবি করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, “হায়দ্রাবাদ জুড়ে মানুষের যে উৎসাহ দেখছি, তাতে বিজেপির জয় নিশ্চিত ভাবে দেখতে পাচ্ছি। হায়দ্রাবাদ জয়ের পর তেলেঙ্গানা থেকে কে চন্দ্রশেখর রাওয়ের সরকারের পতন শুরু করবে বিজেপি।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, সংখ্যালঘুদের সমর্থন এমনিতেই বিজেপির দিকে নেই বলে দাবি করেন সকলে। তার মধ্যে হায়দ্রাবাদের এই রাজনৈতিক দল এআইএমআইএম সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত রাখার দাবি জানিয়ে বিভিন্ন রাজ্যে নির্বাচনে লড়তে শুরু করেছে। স্বাভাবিকভাবেই হায়দ্রাবাদের কর্পোরেশনের নির্বাচনে এই রাজনৈতিক দলটি যে বিজেপির অস্বস্তি আরও বাড়িয়ে দেবে, তা বলার অপেক্ষা রাখে না‌।

তাই এই পরিস্থিতিতে ইশতেহার প্রকাশ করে নানা প্রতিশ্রুতি দিয়ে কার্যত সেখানে ঝড় তুলে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। জানা গেছে, বিজেপির পক্ষ থেকে নির্বাচনী ইশতেহারে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির জারি করা ভূমি নিয়ন্ত্রণ আইন প্রত্যাহার করে নেওয়া, গ্রেটার হায়দ্রাবাদের বাসিন্দাদের 15 হাজার কোটি টাকার বোঝা থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এছাড়াও ক্ষমতায় এলে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে 25 হাজার টাকা করে প্রদান এবং হায়দ্রাবাদের মেট্রো ও সিটি বাসে বিনামূল্যে মহিলাদের জন্য সফরের কথা বলেছে ভারতীয় জনতা পার্টি। শুধু তাই নয়, মাসে 100 মিনিটের কম বিদ্যুৎ খরচ করলে কোনো চার্জ দিতে হবে না বলেও জানিয়ে দিয়েছে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকরা বলছেন, বিজেপি এই নির্বাচনে কার্যত জনমোহিনী হয়ে উঠেছে। আর তাই সাফল্য পেতে বিভিন্ন চমকপ্রদক প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে দিয়েছে তারা। একাংশের মতে, ভারতীয় জনতা পার্টি এখন সংখ্যালঘু বিদ্বেষী বলে বিরোধীদের তরফ থেকে যে অভিযোগ তোলা হচ্ছে, সেই কালিমাকে তুলে ফেলতে চাইছে। আর তাই হায়দ্রাবাদের শক্ত ঘাঁটিতে যেখানে এআইএমআইএমের চরম দাপট রয়েছে, সেখানে যাতে তাদের দিকে সমর্থন আসে, তার জন্য এখন থেকেই কৌশল শুরু করে দিচ্ছে কেন্দ্রীয় বিজেপি।

যার কারণে সেই হায়দ্রাবাদে এসে নির্বাচনী প্রচারের মধ্যে দিয়ে কার্যত সংখ্যালঘু ভোটব্যাংকে থাবা বসানোর চেষ্টা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এই গোটা ব্যাপারটি যে অত সহজ হবে না ভারতীয় জনতা পার্টির কাছে, তা বুঝতে পেরেছেন সকলেই।

তবে শেষ পর্যন্ত যেভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি ময়দানে নেমে হুংকার ছাড়লেন, তাতে এখানকার লড়াই কার্যত জমজমাট হবে বলেই দাবি করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, ভোটবাক্স খোলার পর কারা শেষ হাসি হাসে, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!