এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের অধীর চৌধুরী হচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি? আব্দুল মান্নানের উদ্যোগে বাড়ছে জল্পনা!

ফের অধীর চৌধুরী হচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি? আব্দুল মান্নানের উদ্যোগে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –প্রায় এক মাসের বেশি সময় হয়ে গেল, প্রদেশ কংগ্রেস সভাপতি পদ শূন্য রয়েছে। সোমেন মিত্র প্রয়াত হওয়ার পর প্রদেশ কংগ্রেসের পরবর্তী সভাপতি কে হবেন, তা নিয়ে নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে। যেহেতু কংগ্রেস হাইকমান্ড এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, সেহেতু বাংলা থেকে একাধিক নেতার নাম জল্পনায় তৈরি হলেও, এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তবে অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে আব্দুল মান্নান এমনকি প্রদীপ ভট্টাচার্যের নাম সামনের সারিতে রয়েছে। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বর্তমানে কংগ্রেসের লোকসভার দলনেতা।

তাই তিনি এমনিতেই একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ফলে তাকে আবার পশ্চিমবঙ্গের সংগঠনের দায়িত্ব দেওয়া হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। অন্যদিকে আব্দুল মান্নান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। তাই তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি হবেন না বলেই একাংশ মনে করেছিলেন। তবে প্রদীপ ভট্টাচার্যের নাম নিয়ে তীব্র গুঞ্জন চলছে। আর এমত পরিস্থিতিতে এবার অধীর রঞ্জন চৌধুরীকেই পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি করা হোক বলে দলের সর্বভারতীয় সভাপতি সোনিয়া গান্ধীর কাছে আবেদন করেছেন আবদুল মান্নান বলে খবর পাওয়া গেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষ সূত্র মারফত খবর, সম্প্রতি আব্দুল মান্নান সোনিয়া গান্ধীকে একটি চিঠি দিয়েছেন। যেখানে অধীর চৌধুরীকেই সভাপতি করবার জন্য আবেদন জানিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ করেই অধীরবাবুর ব্যাপারে দলের সর্বভারতীয় সভানেত্রীর কাছে এই আবেদন কেন করলেন আব্দুল মান্নান? অনেকে বলছেন, অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকার সময় কংগ্রেস অনেকটাই শক্তিশালী হতে শুরু করেছিল।

শুধু তাই নয়, এই অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের কট্টর বিরোধী বলে পরিচিত। তাই আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূল বিরোধী অধীর চৌধুরীকে যদি প্রদেশ কংগ্রেসের সভাপতির পদে দায়িত্ব দেওয়া হয়, তাহলে দল অনেকটাই শক্তিশালী হতে পারে। পাশাপাশি কর্মীরাও উজ্জীবিত হবেন। তাই এই যুক্তিকে সামনে রেখেই আব্দুল মান্নান অধীর রঞ্জন চৌধুরীর হয়ে শীর্ষ নেতৃত্বের কাছে ব্যাটিং করলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু শেষ পর্যন্ত প্রদেশ কংগ্রেস সভাপতি পদের জন্য আব্দুল মান্নানের এই প্রস্তাবে সীলমোহর দেয় কংগ্রেস নেতৃত্ব, নাকি নতুন কোনো মুখ নিয়ে আসা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!