এখন পড়ছেন
হোম > জাতীয় > বন্ধ হয়ে রাজ্যের সব মাদ্রাসা? বদলে শুধু মডার্ন ও সেকুলার শিক্ষা? বড় ঘোষণা এই শিক্ষামন্ত্রীর

বন্ধ হয়ে রাজ্যের সব মাদ্রাসা? বদলে শুধু মডার্ন ও সেকুলার শিক্ষা? বড় ঘোষণা এই শিক্ষামন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতবর্ষের সনাতন ধর্ম অনুযায়ী সর্ব ধর্ম সমন্নয়ই শ্রেষ্ঠ। যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের মধ্যে কেবল একটাই ধর্ম থাকবে মানব ধর্ম। কিন্তু এখনও ভারতবর্ষের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী অনেক ক্ষেত্রেই আঞ্চলিক বা ধর্মীয় ভাষায় শিক্ষা দেওয়ার রীতি আছে। তবে সেই প্রথকেই এবার ভাঙতে চান আসামের শিক্ষামন্ত্রী।

 

এই পরিকল্পনা ফলপ্রসূ করতে তিনি কয়েকটি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। তাঁর কথা অনুযায়ী,আগামী ২ রা অক্টোবর থেকেই আসাম সরকারের উদ্দ্যেগে ১৫০ টি নতুন উচ্চবিদ্যালয় স্থাপনের কাজ শুরু হবে বলে জানা গেছে। আর সামনের বছর অর্থাৎ ২০২১ সালের এপ্রিল মাস থেকেই এই সকল উচ্চবিদ্যালয়ে পঠনপাঠনের কাজ শুরু হবে। এর জন্য ১৫টি সরকারী কলেজ নির্মান করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে তার মধ্যে ৯টি মেয়েদের কলেজ থাকবে বলে জানা গেছে। তাঁর কথায় আসামের চা বাগানের শ্রমিকদের কথা মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্ত নেওয়া নিয়েছেন।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

এছাড়া, আগামী নভেম্বর থেকে সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি। ফলে প্রাদেশিককরণের কোন প্রশ্ন আসবে না আর। সেইসঙ্গে বন্ধ করা হবে সংস্কৃত টোলও। ফলত সরকারীভাবে কোন ধর্মশিক্ষা আর চলবে না আসামে। এরপর স্বভাবতই প্রশ্ন ওঠে যে তাহলে সংস্কৃত ভাষায় শিক্ষার কি হবে। সেই উত্তরে তিনি জানান যে, আগামী নভেম্বর মাস থেকেই সরকারি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। তাই মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের অন্যান্য স্কুলে নিয়োগ করার ব্যাপারটা দেখা হবে। সেই সঙ্গে সংস্কৃত টোল বন্ধ হলেও স্কুলে সংস্কৃত শিক্ষা দেওয়া হবে। তবে বন্ধ করা হবে আরবি শিক্ষা। তাঁর কথায়, সংস্কৃত হল সকল ভাষার জননী, দেবভাষা। তাই সমস্ত সংস্কৃত টোলকে কুমার ভাস্কর ভার্মা সংস্কৃত ও প্রাচীন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার জন্য শীঘ্রই একটি নতুন ফর্ম কাজ করবে বলে জানিয়েছেন তিনি।

 

সম্প্রতি আসাম বিধানসভায় শিক্ষা বিভাগে ‘কাট মোশন’ চলাকালীন তিনি তাঁর এই নতুন সিদ্ধান্তের কথা জানান তিনি। চলতি বছরের ১৫ই আগস্ট থেকেই এই নিয়ম জারী করতে চেয়েছিলেন আসামের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্ব সরমা। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কারণে তাতে অনেকটা দেরি হয়ে যায়। তবে সেই কথা মনে রেখে তিনি নভেম্বর থেকেই এই নিয়ম চালু করবেন বলে ঠিক করেছেন। তাঁর কথায়, আসামে এবার থেকে শুধু ধর্মনিরপেক্ষ ও আধুনিক শিক্ষার প্রচারই করা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!