এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সবং উপনির্বাচন: অধীর চৌধুরী এখনো বামেদের সঙ্গে জোটের আশায়

সবং উপনির্বাচন: অধীর চৌধুরী এখনো বামেদের সঙ্গে জোটের আশায়


আসন্ন সবং বিধানসভা উপনির্বাচন কার্যত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কাছে মর্যাদার লড়াই। কেননা সবং দীর্ঘদিন ধরেই কংগ্রেসের ঘাঁটি, কিন্তু সবংয়ে কংগ্রেসের মূল কান্ডারি মানস ভূঁইয়া এখন বিপরীত শিবিরে। শুধু তাই নয়, সেখানে এবার ঘাসফুলের টিকিটে প্রার্থী হয়েছেন মানস-পত্নী গীতারানি ভূঁইয়া। তার উপরে অধীর বাবু নিজে আশায় ছিলেন বামফ্রন্টের সঙ্গে ২০১৬ বিধানসভা নির্বাচনের মত জোট হবে এই উপনির্বাচনেও, কিন্তু তাঁর সেই আশায় কার্যত জল ঢেলে দিয়ে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট। রাজনৈতিক মহলের ধারণা এই উপনির্বাচনে বামফ্রন্ট-কংগ্রেস জোট হলে একটা জোর টক্কর দেওয়া যেত ঘাসফুল শিবিরকে, কিন্তু সেই জোট না হওয়ায় কার্যত এই উপনির্বাচন জয় এখন ঘাসফুল শিবিরের কাছে ‘কেক-ওয়াক’ হয়ে গেল।
কিন্তু এই পরিস্থিতিতেও আশা ছাড়ছেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি মনে করেন সরাসরি জোট না হলেও ঘুরপথে জোট হবেই। আজ বিধানভবনে সবং উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসাবে চিরঞ্জিত ভৌমিকের নাম ঘোষণা করার পাশাপাশি তিনি জানান, সিপিএম বিধানসভা নির্বাচনে এক কথা বলেছিল আর উপনির্বাচনে আর এক কথা বলছে। কিন্তু আমি সিপিএমের নীচুতলার কর্মীদের কাছে অনুরোধ করব তারা যেন কংগ্রেস কর্মীকে সমর্থন করে। সঙ্গে তাঁর ব্যাখ্যা, সিপিএমের দুটো লবি, কেরলের নির্বাচনের দিকে তাকিয়ে বামফ্রন্ট নীতিগতভাবে এখানে কংগ্রেসকে সমর্থন করেনি। এখন দেখার অধীরবাবুর এই নীচুতলার কর্মীদের বোঝাপড়া নির্বাচনের দিন কতটা কাজে আসে, সবং হাত এর দখলেই থাকে নাকি সেখানে ঘাসফুল ফোটে নাকি হাত আর ঘাসের লড়াইয়ে ক্ষীর খেয়ে যায় অন্য কেউ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!