ইডির জেরা সেরে বাইরে এলেন রত্না চট্টোপাধ্যায় বিশেষ খবর রাজ্য November 28, 2017 এনফোর্সমেন্ট ডিরেক্টটেরের সাড়ে পাঁচ ঘণ্টা ম্যারাথন জেরা সামলে বাইরে এলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। এর আগে চারবার ইডি রত্নাদেবীকে ডেকে পাঠালেও অসুস্থতার কারণে দেশের বাইরে থাকায় তিনি জেরা এড়িয়ে যান তিনি। অবশেষে আজ সকাল ৯.৩০ মিনিট নাগাদ ইডি দফতরে পৌঁছান তিনি। এরপর চলে ম্যারাথন জেরা, জেরা থেকে বেরিয়ে রত্নাদেবী জানান, আমার উত্তরে যদি তাঁরা (তদন্তকারী অফিসাররা) অসন্তুষ্ট হন, তাহলে আমি আবার আসব। যদিও নারদ ভিডিও ফুটেজে কোথাও দেখা না গেলেও কেন তাঁকে তলব করল ইডি বা ভিতরে কি কথা হল সেই ব্যাপারে তিনি মুখ খোলেননি। আপনার মতামত জানান -