এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > একে মুকুল রায়ে রক্ষা নেই, চাপ বাড়িয়ে এবার অধীর চৌধুরী দোসর!

একে মুকুল রায়ে রক্ষা নেই, চাপ বাড়িয়ে এবার অধীর চৌধুরী দোসর!


একসময়ের দলের অঘোষিত দুনম্বর মুকুল রায় দল ছেড়ে গেছেন, নাম লিখিয়েছেন ক্রমশ বিরোধী পরিসর দখল করতে থাকা বিজেপি শিবিরে। এই নিয়ে একটি শব্দও খরচ করেননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসকদলের একাংশ থেকে প্রচার করা হচ্ছে, মুকুল রায়ের দলত্যাগকে দলনেত্রী কোনো গুরুত্ত্বই দিতে নারাজ আর তাই তা নিয়ে অযথা শব্দ ও সময় নষ্ট করে তার গুরুত্ত্ব বাড়াতে নারাজ। কিন্তু সরকারিভাবে তৃণমূল যে তত্ত্বই প্রচার করে বিষয়টিকে লাঘব করার চেষ্টা করুক, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মুকুল রায়ের দলত্যাগের একটা ‘ওজন’ আছেই, বিশেষ করে দলের মধ্যে ক্রমশ গুরুত্ত্বহীন হয়ে ‘অভিমান’ নিয়ে যখন দলত্যাগ করেছেন, তখন তিনি প্রমান করতে মরিয়া হবেনই যে তিনিও রাজনীতিতে ‘ফেলনা’ নন। আর তাই যে কাজে তাঁর যথেষ্ট ‘সুনাম’ আছে সেই ‘দলভাঙ্গানোর’ খেলায় শাসকদলকে তিনি পর্যদুস্ত করতে চেষ্টা করবেনই, যা কিন্তু একটা বড় ধাক্কা হতে পারে।
আর এই ‘মুকুল-কাঁটার’ মাঝেই নতুন করে ভেসে উঠছে ‘অধীর-কাঁটা’।রাজ্যে যেকজন স্বঘোষিত মমতা-বিরোধী আছেন, তারমধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নাম উপরের সারিতেই থাকবে। সেই অধীরবাবুকেই কার্যত তাঁর গড় মুর্শিদাবাদে অস্তিত্ত্বহীন করতে উঠেপড়ে লেগেছিল শাসকদল।দল ভাঙ্গিয়ে তাঁর খাসতালুক বহরমপুরের পুরসভা দখল থেকে মুর্শিদাবাদের জেলা পরিষদ দখল সবই করেছে শাসকদল। এমনকি তাঁর ঘনিষ্ঠ বিধায়কদেরও হয় ভাঙ্গিয়ে আনা হয়েছে বা আনার চেষ্টা হয়েছে। আর এই পরিস্থিতিতেই অধীরবাবু জবাবটা দিতে মরিয়া সামনের পঞ্চায়েত ভোটেই, তিনি দেখাতে চান তাঁর ‘হাতে’ তৈরি নেতা ‘কিনে’ নিলেও, তাঁর সঙ্গে থাকা জনসমর্থন এখনো অটুট। কিন্তু তিনি ইতিমধ্যেই দলের শীর্ষনেতৃত্ত্বকে জানিয়ে রেখেছেন পঞ্চায়েত ভোটে সবথেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে সব আসনে প্রার্থী দিতে না পারা আর সেটা সংগঠনের দুর্বলতার জন্য নয়, তার কারণ হতে চলেছে শাসকদলের ‘সম্ভাব্য ভীতিপ্রদর্শন’, আর তাই তিনি সরাসরি দরবার করেছেন রাহুল গান্ধীর কাছে। তিনি শাসক ‘অস্ত্রেই’ শাসকদলকে ভোঁতা করতে চান। শাসকদলের বিক্ষুব্ধদের কাছে টানা থেকে ভোটের আগের ও দিনের সন্ত্রাসের সঠিক মোকাবিলা সবই তিনি করতে চান ‘নিজস্ব কায়দায়’, দেখিয়ে দিতে চান মুর্শিদাবাদ এখনো তাঁরই গড়, পশ্চিমবঙ্গ থেকে এখনো কংগ্রেস ‘মুছে’ যায় নি, কার্যত পঞ্চায়েত ভোটের আগে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শাসকদলের দিকে। এখন দেখার কতখানি কার্যকর হয় তাঁর এই চ্যালেঞ্জ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!