এখন পড়ছেন
হোম > জাতীয় > আইনশৃঙ্খলা নিয়ে ভূয়সী প্রশংসা, অমিত শাহের মন্তব্যে স্বস্তিতে মুখ্যমন্ত্রী!

আইনশৃঙ্খলা নিয়ে ভূয়সী প্রশংসা, অমিত শাহের মন্তব্যে স্বস্তিতে মুখ্যমন্ত্রী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2022 সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। সেদিক থেকে উত্তরপ্রদেশের ক্ষমতা দখল করতে এখন থেকেই মরিয়া হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি। উত্তরপ্রদেশের ক্ষমতা যদি তারা নিজেদের দখলে রাখতে না পারে, তাহলে আগামী দিনে গোটা ভারতবর্ষের ক্ষমতা নিজেদের হাতে রাখা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে গেরুয়া শিবিরের কাছে। আর সেই কারণেই এখন থেকেই রীতিমতো যানপ্রাণ দিয়ে উত্তরপ্রদেশের ক্ষমতা দখল করে রাখতে মাটি কামড়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে স্থানীয় বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় বিজেপি নেতা, নেত্রীদের।

ইতিমধ্যেই একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করে উত্তরপ্রদেশের মানুষের মন জয় করার চেষ্টা করছে সেখানকার রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার। তবে বিরোধীদের পক্ষ থেকে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রতি মুহূর্তে বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। কিন্তু এবার বিরোধীদের সেই দাবিকে সম্পূর্ণরূপে নস্যাৎ করে দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভূয়সী প্রশংসা করতে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

যেখানে উত্তরপ্রদেশের অতীতের আইন-শৃংখলার সঙ্গে বর্তমান আইন শৃংখলার কথা বলে একগুচ্ছ উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরলেন বিজেপির সর্বভারতীয় চাণক্য। যাকে কেন্দ্র করে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশের বর্তমান বিজেপি সরকার কিছুটা হলেও স্বস্তি পেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, রবিবার লখনৌয়ে উত্তরপ্রদেশ স্টেট ইনস্টিটিউট অফ ফরেন্সিক সায়েন্সের স্থাপত্য সূচনা করার অনুষ্ঠানে উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের বর্তমান প্রশাসনকে সার্টিফিকেট দেন তিনি।

এদিন এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি 2019 সাল পর্যন্ত টানা ছয় বছর ধরে উত্তরপ্রদেশে বারবার এসেছি। তাই আগের উত্তরপ্রদেশকে আমি খুব ভালো করে জানি। পশ্চিম উত্তরপ্রদেশে সবসময় একটা ভয়ের পরিবেশ ছিল। সবাই এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন। মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। দিনের আলোয় গুলি চালানোর মতো ঘটনা, দাঙ্গা মারপিটের ঘটনা ঘটত। 2017 সালে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, উত্তরপ্রদেশকে উন্নত রাজ্য বানানো হবে। আমরা বলেছিলাম, রাজ্যে আইন শৃঙ্খলা সংস্কার করব। আজ 2021 সালে আমি গর্বের সঙ্গে বলতে পারি, যোগী আদিত্যনাথ এবং তার দল আইন-শৃংখলার ক্ষেত্রে উত্তরপ্রদেশকে শীর্ষ স্থানে নিয়ে গিয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বভাবতই অমিত শাহ এই বক্তব্য প্রদান করে উত্তরপ্রদেশের মানুষকে বিজেপি প্রশাসনের উপর ভরসা রাখার বার্তা দিলেন। পাশাপাশি আগামী বছর নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরপ্রদেশ প্রশাসন এবং বিজেপি সরকারের প্রশংসা করে তার দল যাতে আগামী দিনে এই রাজ্যের ক্ষমতা দখল করে, সুকৌশলে সেই চেষ্টাই করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে বারবার অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধীরা। এমনকি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভূমিকা নিয়েও নানা মহলে অসন্তোষ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে 2024 এর লোকসভা নির্বাচনের আগে 2022 সালে যদি উত্তরপ্রদেশের ক্ষমতা তারা দখল করতে না পারে, তাহলে বিজেপি অনেকটাই চাপের মুখে পড়ে যাবে।

তাই এখন থেকেই প্রস্তুতি নিয়ে উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনের উন্নতির কথা তুলে ধরে বিজেপি সরকারের ওপর যাতে সকলে ভরসা রাখেন এবং আগামী দিনে যাতে বিজেপিকে সমর্থন করেন, পরোক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কথাই বলে দেওয়ার চেষ্টা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!