এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আজ নন্দীগ্রামে জমজমাটি সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী, দলের রাজ্য সভাপতিকে নিয়ে, সেইসঙ্গে রয়েছে যোগদান মেলা

আজ নন্দীগ্রামে জমজমাটি সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী, দলের রাজ্য সভাপতিকে নিয়ে, সেইসঙ্গে রয়েছে যোগদান মেলা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ডিসেম্বর মাসে শাসকদল তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, গতকাল অর্থাৎ ৭ ই জানুয়ারি নন্দীগ্রাম সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, এর পাল্টা সভা হিসেবে আজকের দিনে অর্থাৎ, ৮ ই জানুয়ারি নন্দীগ্রামে সভা করবেন তিনি। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, মুখ্যমন্ত্রীর সভার থেকে বেশি লোক সমাগম হবে তাঁর সভাতে। নন্দীগ্রাম থেকেই শুধু ১ লক্ষেরও বেশি মানুষ যোগদান করবেন তাঁর সভায়। এরপর মুখ্যমন্ত্রীর সভার দিন পিছিয়ে দেওয়া হলেও, আজ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভা হতে চলেছে। আর এই সভায় যোগদান করতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সেই সঙ্গে একাধিক বিজেপি নেতৃত্ব।

কিছুদিন আগেই ঝাড়গ্রামে যৌথ সভা করেছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর পর আজ নন্দীগ্রামে আবার যৌথসভা করতে চলেছেন তাঁরা। আজ দুপুরে নন্দীগ্রামে স্টেট ব্যাংক সংলগ্ন মাঠে বিজেপির এই দলীয় সভার আয়োজন করা হয়েছে। এর সাথেই নন্দীগ্রামে চলবে বিজেপির যোগদান মেলা কর্মসূচি। বিজেপি সূত্রের খবর এই সভায় উপস্থিত থাকতে চলেছেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় সহ একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত ২০২০ সালের জানুয়ারি মাসে নন্দীগ্রামের রেয়াপাড়ায় যেতে গেলে বাধা দেয়া হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। আজ সেখানেই সভা করতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ মেচেদাতে চা-চক্রের অনুষ্ঠানে যোগদান করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, এক বছর আগে যারা তাঁকে নন্দীগ্রামে প্রবেশ করতে বাধা দিয়েছিলেন, আজ তাদেরই ডাকে এখানে সভা করতে এসেছেন তিনি।

গতবছর নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক ছিলেন শুভেন্দু অধিকারী। আজ তাঁর সঙ্গেই সভা করতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজকের সভা থেকে তাঁরা শাসকদল তৃণমূলের প্রতি কি বক্তব্য রাখেন? সে দিকে ক্রমশ বাড়ছে কৌতূহল। আবার, আজ এই সভার সঙ্গে সঙ্গেই চলবে বিজেপির যোগদান মেলা কর্মসূচি। আজ আবার শাসকদল তৃণমূলে ভাঙ্গন ধরবে কিনা? সেদিকে ও কৌতূহল বাড়ছে সকলের।

আজ নন্দীগ্রামের বিজেপির সভা সম্পর্কে পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি জানালেন যে, বিজেপির স্বপ্ন কখনোই পূরণ হবে না।
অন্যদিকে আজ পশ্চিম মেদিনীপুরের সবংয়ে পাল্টা সভা করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। গত বুধবার সবংয়ের তেমাথানিতে সভা করেছিলেন শুভেন্দু অধিকারী। আজ সেখানেই পাল্টা সভা করতে চলেছে তৃণমূল। আজ দুপুর আড়াইটা থেকে শুরু হতে চলেছে তৃণমূলের এই সভা। সভাতে প্রধান বক্তা হতে চলেছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!