এখন পড়ছেন
হোম > অন্যান্য > আজ রাজ্য জুড়ে চলবে ড্রাই রান। শেষ মুহূর্তে কি পরিস্থিতি বাংলায় দেখে নিন একনজরে

আজ রাজ্য জুড়ে চলবে ড্রাই রান। শেষ মুহূর্তে কি পরিস্থিতি বাংলায় দেখে নিন একনজরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতি সামাল দিতে বছরের প্রথম দিনই বৈঠকে বসেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তৈরি বিশেষজ্ঞ কমিটি। সেই বৈঠকের পরই, জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অক্সফোর্ড অস্ত্রাজেনেকার তৈরি ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয়। এরপর বিশেষজ্ঞ কমিটি অনুমতি দেয় ভারত বায়োটেকের ভ্যাকসিনকে। সেখানে সিরাম ইনস্টিটিউট এর তৈরি অক্সফোর্ড-অস্ত্রাজেনেকার এই ভ্যাকসিন “কোভিসিল্ড” নামে ভারতের বাজারে আসবে বলে জানা যায়।

তবে অক্সফোর্ড ভ্যাকসিন তৃতীয় পর্যায়ের পর ৭০% কার্যকর বলা হলেও, ইতিমধ্যে সিরাম ইনস্টিটিউট জানিয়েছে তাদের ভ্যাকসিন ৯২-৯৫% কার্যকর এবং কোরোনা ভাইরাসের দ্বারা গুরুতর ভাবে আক্রান্ত হওয়ার থেকে বাঁচাতে ১০০% কার্যকর। ভারত বায়োটকের তৈরি কোভ্যাকসিন এখনও তৃতীয় পর্যায়ের ট্রায়ালে আছে। এই ভ্যাকসিনের কার্যকারীতা বিষয়ে কোনো তথ্য সামনে আসেনি। তবে এরই মধ্যে আজ থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হচ্ছে ড্রাই রান। আর এই কথা বৃহস্পতিবারই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও ইতিমধ্যে ৫ই জানুয়ারি উত্তরপ্রদেশে এবং ৭ই জানুয়ারি হরিয়ানার প্রতিটি জেলায় ভ্যাকসিনের ড্রাই রান চালানো হয়েছে বলে জানা যায়। সেখানে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয় যে, প্রায় ১.৭ লক্ষ ভ্যাকসিনেটর এবং তিন লক্ষ টিকাদলের সদস্যদের এই ভ্যাকসিন দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ড্রাই রান সম্পন্ন হলে ১৩ই জানুয়ারি থেকে দেশ জুড়ে করোনার ভ্যাকসিন দেওয়া কাজ কেন্দ্র শুরু করবে বলেও জানা গেছে। সেক্ষেত্রে বিভিন্ন রাজ্যের কর্মী ও আধিকারিকদের এই ড্রাই রান বিশেষ সুবিধা দেবে বলেই মনে করছেন বিশেজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, ভ্যাকসিন সরবরাহের জন্য সারা দেশে মোট ৪১টি জায়গা চূড়ান্ত করা হয়েছে বলেও জানা গেছে। সেইসঙ্গে এই ভ্যাকসিন পরিবহণের জন্য সরকারের তরফ থেকে দেশ জুড়ে বেশ কয়েকটি মিনি হাব বানানো হয়েছে বলেও জানা গেছে। সেখানে কলকাতা ও গুয়াহাটি থেকে পূর্ব ভারতের সব জায়গায় ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে বলেই জানানো হয়েছে। তথ্য সূত্রে জানা গেছে, করোনা ভ্যাকসিন বিলির কেন্দ্রীয় হাব হিসেবে পুনে শহরকে চিহ্নিত করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!