এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আক্রান্ত কর্মীর বাড়িতে মমতা, কমিশনের কাছে বড়সড় দাবি তৃনমূল সুপ্রিমোর!

আক্রান্ত কর্মীর বাড়িতে মমতা, কমিশনের কাছে বড়সড় দাবি তৃনমূল সুপ্রিমোর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নন্দীগ্রামের প্রার্থী হিসেবে শেষ দিন প্রচার করার সময় বিজেপির পক্ষ থেকে তার দলের কর্মীদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর শেষ দিনের প্রচার সেরে আক্রান্ত দলীয় কর্মীর বাড়িতে উপস্থিত হলেন নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী। যেখানে প্রচার শেষে নন্দীগ্রামের বলরামপুরে আক্রান্ত তৃণমূল কর্মীর রবি মান্নার বাড়িতে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে গিয়েই তার পরিবারের সঙ্গে কথা বলে কমিশনের উদ্দেশ্যে বড়সড় দাবি তোলেন তৃণমূল সুপ্রিমো।

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার টেঙ্গুয়ার প্রচার সেরে বলরামপুরে আক্রান্ত তৃণমূল কর্মী রবি মান্নার বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরু রাস্তা অতিক্রম করে তার গাড়ি কোনোরকমে সেই কর্মীর বাড়ির কাছাকাছি পৌঁছয়। আর এরপরই গাড়ি থেকে নেমে হুইলচেয়ার করে সেই কর্মীর বাড়িতে উপস্থিত হন তৃনমূল নেত্রী। যেখানে পরিবারের সঙ্গে কথা বলার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওর পরিবারের সঙ্গে কথা বলে দেখুন। ওরা এখনও ট্রমায় রয়েছে। জানি না, উনি বাঁচবেন কিনা! ওরা আমাকে গ্রামে ঢুকতে দিচ্ছিল না। দেখুন ওর পরিবার বলছে, ওদের কোনো নিরাপত্তা নেই। রাজ্যের আইন শৃঙ্খলা এখন কমিশনের দায়িত্বে। ওদের নিরাপত্তা দেওয়া হোক।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ কমিশনের উদ্দেশ্যে কার্যত চাপ সৃষ্টি করে মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিবারকে নিরাপত্ত দেওয়ার দাবি করে রীতিমত শোরগোল তুলে দিলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।পর্যবেক্ষকদের মতে, ভোটের দামামা বেজে যাওয়ার পরেই বিভিন্ন ক্ষেত্রে পুলিশ প্রশাসনে বদল এনেছে নির্বাচন কমিশন। যাকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল।

এমনকি প্রকাশ্য সভা থেকে এই ব্যাপারে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার দলীয় কর্মী আক্রান্ত হওয়ার পরই কমিশনের কাছে সেই পরিবারের নিরাপত্তার দাবিতে সরব হলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবির পরিপ্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!