এখন পড়ছেন
হোম > রাজ্য > এলাকা নিস্প্রদীপ করে মশাল মিছিল নিয়ে অলীক-মুক্তিতে নতুন আন্দোলনের পথে ভাঙড়

এলাকা নিস্প্রদীপ করে মশাল মিছিল নিয়ে অলীক-মুক্তিতে নতুন আন্দোলনের পথে ভাঙড়

দীর্ঘদিন ধরে জমিরক্ষার দাবিতে নানা আন্দোলনে খবলের শিরোনামে উঠে এসেছে ভাঙড়।মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও রবিবার থেকে ফের এক অভিনব আন্দোলনে নেমেছে ভাঙড় জমিরক্ষা কমিটির সদস্যরা।ইতিমধ্যেই অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন এই আন্দোলনের নেতা অলীক চক্রবর্তী।আর তাঁকেই মুক্তির দাবিতে  মাছিভাঙা,খামারআইটের মত গ্রামগুলিতে আলো নিভিয়ে রেখে প্রতিবাদ জানান তারা।এদিকে যখন ভাঙড়ে এইধরনের প্রতিবাদ চলছে তখন সোমবার বিকেলে ভাঙড় আন্দোলন সংহতি কমিটির ডাকে কোলকাতার মৌলালি থেকে একটি ধিক্কার মিছিলেরও আয়োজন করা হয়েছে।

নেতা আটক হলেও আন্দোলন যে তারা জারি রাখতে চায় তা এই ভাঙড় জমিরক্ষা কমিটির রবিবারের একঘন্টা গোটা ভাঙড়কে নিঃস্প্রদীপ করে রাখা থেকেই স্পষ্ট হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিকে অলীক চক্রবর্তীর শারিরীক অবস্থার অবনতির জন্য পুলিশের পক্ষ থেকে হাসপাতাবেও ভর্তি করা হয়।হাসপাতাল সূত্রে খবর,জটিল আলসারে আক্রান্ত ভাঙড়ের জমে রক্ষা কমিটির নেতা অলীক চক্রবর্তী।

জানা যায়,বারুইপুর আদালতে নকশাল নেতা অলীক বাবুর আইনজীবি তাকে হাসপাতালে রেখে চিকিৎসার আবেদন করলে তা খারিজ করে দেন বিচারক।এব্যপারে পুলিশকেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্য বিচারক।

এদিকে এই নকশাল নেতার এই অবস্থার জন্যে রাজ্য সরকারের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন তাঁর স্ত্রী তথা এই আন্দোলনেরই নেত্রী শর্মিষ্টা চৌধুরী।মিথ্যে মামলায় তাঁর স্বামীকে ফাসানো হয়েছে বলে অভিযোগ তাঁর।যদিও বা শর্মিষ্টা দেবীর সমস্ত অভিযোগ খন্ডন করেছেন বারুইপুরের পুলিশ সুপার অরিজিৎ সিং।সব মিলিয়ে এখন রীতিমত উত্তপ্ত ভাঙড়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!