মমতা শুভেন্দুর যুগলবন্দিতে পথ দুর্ঘটনা ঠেকাতে নয়া উদ্যোগ রাজ্য February 18, 2018 দুর্ঘটনা কমাতে ইতিমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে রাজ্য পাশাপাশি সেভ লাইফ আর সেভ ড্রাইভ করেও কাজ হচ্ছে না।বেড়েই চলেছে দুঘটনা আর তাই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুভেন্দু অধিকারীর দফতর নয়া পদক্ষেপ নিলো। আর এর জন্যই তৈরী করা হলো ‘এনফোর্সমেন্ট টিম’ গোটা রাজ্যে চারটি স্পেশাল টিম নিয়োগ করা হবে। একটি টিম কাজ করবে উত্তরবঙ্গে,একটি কলকাতা সহ সংলগ্ন এলাকাতে আর বাকি দু’টি টিম থাকবে দক্ষিণবঙ্গের বাকি জায়গায়। এদের কাজ হলো প্রধানত সবধরনের যানবাহন,স্কুলগাড়ি , বাস,ট্রাক, ও ভারী যানবাহনকে নিয়ন্ত্রণে রাখা ও এরা দূষণ বিধি মানছে কি না,সমস্ত গাড়িগুলির ফিটনেস সার্টিফিকেট রয়েছে কি না তাছাড়া সমস্তট্যাক্স জমা করা হয়েছে কি না এর সংখ্যা আরো বাড়ানো হবে প্রয়াজন মতো। আপনার মতামত জানান -