এখন পড়ছেন
হোম > অন্যান্য > তিতলির প্রভাব- বহু ট্রেন ঘুরপথে, যাত্রা বাতিল একাধিকের, স্থগিত রেলের পরীক্ষাও

তিতলির প্রভাব- বহু ট্রেন ঘুরপথে, যাত্রা বাতিল একাধিকের, স্থগিত রেলের পরীক্ষাও


ভয়াবহ ঘুর্নিঝড় তিতলি শুধুমাত্র বঙ্গবাসীর পুজোর আনন্দকেই মাটি করছে না, তার দাপটে আতঙ্কে এবার রেল কতৃপক্ষও। ইতিমধ্যেই রেলের তরফে ট্রেন চলাচল যেমন নিয়ন্ত্রন করা হয়েছে ঠিক তেমনি খোলা হয়েছে এমার্জেন্সি কন্ট্রোল রুমও। রেল সূত্রের খবর, এই ভয়াবহ ঘুর্নিঝড়ের আশঙ্কায় গতকাল রাত 10 টার পর থেকে খুড়দা রোড থেকে বিজয়নগরম পর্যন্ত আপ এবং ডাউন দুই লাইনেই অনির্দিষ্টকালের জন্য রেল চলাচল বন্ধ রাখার কথা ঘোষনা করা হয়েছে।

পাশাপাশি রাজ্যের হাওড়া এবং খড়গপুর থেকে দক্ষিন ভারতে যাওয়া ট্রেনগুলি ইস্ট কোস্ট রেলের এলাকা দিয়ে যেতে পারবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে। এছাড়াও গতকাল শালিমার-সেকেন্দ্রাবাদ এসি এক্সপ্রেস বাতিল করেছে রেল কতৃপক্ষ। পাশাপাশি আগরতলা বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট হামসফর এক্সপ্রেস, হাওড়া-চেন্নাই করমন্ডল এক্সপ্রেস, হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসের মত ট্রেনগুলির যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে হাওড়া চেন্নাইমেল এবং গুরুদেব এক্সপ্রেসওয়ের সময়সূচী বদল করায় তীব্র বিপাকে পড়তে হয় যাত্রীদেরকে। তবে শুধু রেলের সময়সূচী পরিবর্তনই নয়, এই ঘুর্নিঝড়ের আশঙ্কায় ভুবনেশ্বর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে থাকা পরীক্ষাকেন্দ্রেও রেলের পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষনা করা হয়েছে। তবে এই ঘুর্নিঝড়ে রেললাইন ক্ষতিগ্রস্ত হলে তার জন্য ওয়াগন ভর্তি করে বালির ব্যাবস্থাও করা হয়েছে। কিন্তু বুধবারের মত বৃহস্পতিবারও কি এই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রেল কর্তাদের একাংশের মতে, যাত্রীরা যাতে নিজের গন্তব্যস্থলে পৌছোতে পারেন তার জন্য কিছু ট্রেনের সূচীতে বদল এনে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে। তবে এই ঘুর্নিঝড়ের জেরে রেলের ওভারহেড তাঁর যদি ছিড়ে যায় তার কারনে ডিজেল ইঞ্জিন মজুত রেখেছে রেল। এদিন রেল চালাচলের ব্যাপারে দক্ষিন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, “গোটা বিষয়টিই ঘুর্নিঝড়ের প্রভাব ও তার গতিপ্রকৃতির ওপর নির্ভর করছে। বুধবারের মত আজকেও যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে রেল চলাচল নিয়ন্ত্রন করা হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!