এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বিজেপিকে বড়সড় ধাক্কা দিয়ে পুরসভা দখলে রাখল তৃণমূল, জেনে নিন

বিজেপিকে বড়সড় ধাক্কা দিয়ে পুরসভা দখলে রাখল তৃণমূল, জেনে নিন

নৈহাটি পুরসভা ৩১টি ওয়ার্ডে তৃণমূল জিতলেও লোকসভা ভোটের পর খেলা ঘুরে গিয়েছিলো। ১৮ জন কাউন্সিলর দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। যার ফলে বিজেপির পাল্লা ভারী হয়েছিল। আর এরপরেই বিজেপির তরফ থেকে অনাস্থা াণ হয়েছিল তৃণমূলের বিরুদ্ধে।

জল গড়িয়েছে অনেকদূর। এরপর বিজেপির দাবিকে অস্বীকার করে তৃণমূল জানিয়েছিল যে তাদের সঙ্গেই আছেন কাউন্সিলররা। বিজেপি ভুল বুঝিয়ে নিয়ে গেলেও সময়মতো ফের দলেই ফিরবেন ঘরের ছেলেরা। এবং এরপরে দাবি তোলেন যে ১০ জন তৃণমূলে ফিরে এসেছেন।আর এই নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছিলেন যে, ২৩ জন কাউন্সিলর তাদের সঙ্গে রয়েছেন। নৈহাটি পুরসভা তৃণমূলের ছিল, তৃণমূলেরই আছে এবং তৃণমূলেরই থাকবে।

আর এদিন সেই কথা সত্যি করে নৈহাটি পুরসভা দখলে রাখল তৃণমূল। শনিবার আস্থাভোটে সিংহভাগ কাউন্সিলর রায় দিল তৃণমূলের পক্ষেই।যার ফলে বিজেপির ভাগ্যে শিকে ছিঁড়লো না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, আস্থা ভোটে না গিয়ে রাজ্যের তরফে প্রশাসক বসানো হয়েছিল পুরসভায়। তবে এদিন আস্থা ভোটে জয়ের পর স্বাভাবিক হল পরিস্থিতি আর সেই মতো তৃণমূলের হাতেই রইলো ক্ষমতা।যদিও এই নিয়ে বিজেপির দাবি জোর করে ভয় দেখিয়ে নিয়ে গিয়ে তৃণমূলের হয়ে ভোট দিতে বাধ্য করা হয়েছে। আর এইভাবে বিজেপিকে রোখা যাবে না।

এদিকে তৃণমূলের দাবি এখন হেরে গিয়ে এইসব অজুহাত খাড়া করছে বিজেপি। বিজেপির সাথে কেউ নেই,ভুল বুঝিয়ে ক্ষমতা দখল করা যায় না। তবে রাজনৈতিকমহলের মতে, যেভাবে তৃণমূলের ঘর ভাংতে শুরু করেছিল বিজেপি তাতে চিন্তায় অরলেও নিজেদের সামলে নিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে তৃণমূল। তবে বিজেপি যদি নিজেদের দিকে নজর না দে তবে ২০২১ এর লড়াইটা ক্রমশ কঠিন হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!