এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > গুরুতর ‘চার্জে’ গ্রেপ্তার করেও জামিন আটকানো গেল না ১১ হেভিওয়েট বিজেপি নেতা-কর্মীর, খুশির হাওয়া গেরুয়া শিবিরে

গুরুতর ‘চার্জে’ গ্রেপ্তার করেও জামিন আটকানো গেল না ১১ হেভিওয়েট বিজেপি নেতা-কর্মীর, খুশির হাওয়া গেরুয়া শিবিরে


পুরুলিয়ায় পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে সরকারি আধিকারিককে হেনস্থা, সরকারি কাজে বাধা, হিংসাত্বক ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক সহ ১১ জনকেই জামিনে মুক্ত করলেন বিচারক l এই ঘটনায় জেলা বিজেপি নেতা কর্মীদের মধ্যে খুশির আমেজ দেখা দিয়েছে l শুক্রবার দুপুরে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙা সহ গ্রেফতার হওয়া নেতা কর্মীদের আদালতে হাজির উপলক্ষে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ l

বৃহস্পতিবার, বলরামপুর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের সময় পুলিশের সঙ্গে বিজেপি নেতাকর্মীদের বচসা চরমে বাধে। অভিযোগ পুলিশ লাঠি চার্জ করলে জখম হন বেশ কয়েকজন নেতাকর্মী l কিন্তু, অভিযোগ ওঠে কর্তব্যরত পুলিশকর্মীদের উপরেই চড়াও হয়েছিলেন বিজেপি নেতা-কর্মীরা। ফলে, ঘটনাস্থল থেকেই মন্ডল সভাপতি অশ্বিনী সিং সর্দার, পঞ্চায়েত সমিতির সদস্য বিরিঞ্চি কুমার, বিজেপি কর্মী অর্জুন মুর্মু সহ ৯ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালায় l

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বৃহস্পতিবারই, জয়পুর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় l বোর্ড গঠন প্রক্রিয়া চলাকালীনই সভাকক্ষে পরিচালনার দায়িত্বে থাকা আধিকারিকের সঙ্গে বচসা হয় বিজেপি কর্মীদের l জয়পুর থানায় করা অভিযোগের বয়ান অনুযায়ী, পরিচালনার দায়িত্বে থাকা আধিকারিকের এবং তাঁর রক্ষীর উপর হামলা করে বিজেপি সমর্থকেরা l অভিযোগকারী ওই আধিকারিক আরও জানান সরকারি কাজে বাধা, সংশ্লিষ্ট আধিকারিকের উপর হেনস্থা এবং হিংসা ছড়ানোর কাজ করেছেন গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা।

আর তাঁর অভিযোগের তীর সরাসরি ছিল বিজেপির ২ জন সমর্থকের বিরুদ্ধে l পরবর্তীকালে পুলিশ সামগ্রিক ঘটনায় মোট ১১ জন বিজেপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। যা নিয়ে গতকাল থেকেই চূড়ান্ত উত্তেজনা ছিল পুরুলিয়া জুড়ে। এই প্রসঙ্গে বিজেপির জেলা সম্পাদক তথা জয়পুরের বাসিন্দা রবিন সিংদেও এদিন আদালত চত্বরে দাঁড়িয়ে বলেন, “তৃণমূলের সঙ্গে দলবাজি করছে প্রশাসন ও পুলিশ l নিম্নমানের আচরণ দেখিয়ে চিকিৎসাধীন সদস্যদের গ্রেফতার করেছে পুলিশ”। কিন্তু দিনের শেষে গ্রেপ্তার হওয়া সকলেই জামিন পাওয়ায় খুশির হাওয়া জেলা বিজেপিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!