এখন পড়ছেন
হোম > জাতীয় > “আমার বাংলা কেমন আছে?” হেভিওয়েট বিজেপি নেতাকে প্রশ্ন মোদীর! মাস্টার স্ট্রোক গেরুয়া শিবিরের!

“আমার বাংলা কেমন আছে?” হেভিওয়েট বিজেপি নেতাকে প্রশ্ন মোদীর! মাস্টার স্ট্রোক গেরুয়া শিবিরের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিজেপি বাংলার সংস্কৃতিকে সম্পর্কে অবহিত নয় এক্ষেত্রে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহের মত বিজেপির শীর্ষস্তরের নেতাদের দিকেই যে প্রধান অভিযোগের আঙ্গুল থাকে ঘাসফুল শিবিরের, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে বারংবার তৃণমূল নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে উঠে এসেছে সর্বভারতীয় বিজেপি নেতাদের বাংলা সম্পর্কে জ্ঞান না থাকার কথা।

আর এই পরিস্থিতিতে তৃণমূলের পক্ষ থেকে যখন বিজেপিকে বাংলা বিরোধী রাজনৈতিক দলগুলো আক্রমণ করা হচ্ছে, তখন মাঝেমধ্যেই রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলায় বক্তব্য শুরু করতে দেখা গেছে। বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে সর্বভারতীয় ক্ষেত্রে নানা বিজেপি নেতারা রাজ্যে এসে সেই বাংলা ভাষায় কথা বলতে শুরু করেছেন। যা তৃণমূলের বিরোধীবাক্যকে কার্যত কেড়ে নিয়েছে বলেই মনে করছেন একাংশ।

আর এই পরিস্থিতিতে এবার বাংলায় না এসেও, দিল্লিতে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের বিজেপি নেতা অনুপম হাজরাকে দেখতে পেয়ে বাংলা সম্পর্কে খোঁজ-খবর নিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে রীতিমত বাংলা ভাষায় এই বিজেপি নেতাকে বাংলা সম্পর্কে প্রশ্ন করলেন তিনি। সূত্রের খবর, রবিবার দিল্লিতে বিজেপির জাতীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির অন্যান্য নেতারা। আর সেই বৈঠকেই বিজেপি নেতা অনুপম হাজরার সঙ্গে দেখা হতেই নরেন্দ্র মোদী তাকে বাংলা সম্পর্কে জিজ্ঞাসা করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, প্রধানমন্ত্রী রীতিমত বাংলা ভাষায় এই বিজেপি নেতাকে বলেন, “আমার বাংলা কেমন আছে?” স্বাভাবিক ভাবেই প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলায় নিজের উচ্ছ্বাস আর চেপে রাখতে পারেননি বিজেপি নেতা অনুপম হাজরা। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই কথা প্রকাশ করেন তিনি। আর অনুপম হাজরার এই ধরনের কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই রীতিমত বাংলা সম্পর্কে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভাবাবেগ রয়েছে, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের অনেকে বলছেন, তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়, অর্থাৎ বিজেপি বাংলার সংস্কৃতিকে অবহিত নয়, সেই অভিযোগ এই বক্তব্যের মধ্য দিয়ে কার্যত খন্ডন করে দিলেন অনুপম হাজরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা ভাষায় বাংলা সম্পর্কে তার কাছে খোঁজখবর নিয়েছেন বলে অনুপমবাবু বুঝিয়ে দিতে চাইলেন, বাংলা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, বিজেপি নেতার এই ধরনের বক্তব্য থেকে পরিষ্কার হয়ে গেল যে, স্বয়ং নরেন্দ্র মোদী এবার বাংলাকে নিয়ে ভাবতে শুরু করেছেন।

অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের সকল নেতারা বাংলা পাখির চোখ বলে রাজ্যে লাগাতার সফর করছেন। যে সফর থেকে বাদ নেই স্বয়ং নরেন্দ্র মোদীও। তবে বাস্তবে যে তিনিও এবার বাংলা দখলের লক্ষ্য থেকে বিন্দুমাত্র সরে যেতে চান না, তা তার এই ধরনের বক্তব্য থেকেই পরিষ্কার হয়ে গেল। যার ফলে তৃণমূল কংগ্রেস যথেষ্ট চাপে পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!