এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ >  “আমার মুখ দেখে ভোট দিন” জনতার উদ্দেশ্যে মমতা! “সন্দেশখালি মনে পড়ে” পাল্টা দিলীপ!

 “আমার মুখ দেখে ভোট দিন” জনতার উদ্দেশ্যে মমতা! “সন্দেশখালি মনে পড়ে” পাল্টা দিলীপ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সারা বছর অন্যায় না করলে হয়ত ভোটের সময় আমার মুখ দেখে ভোট দিন, এইরকম কথা বের হত না মুখ্যমন্ত্রীর মুখ থেকে। এখন তিনি ঠ্যালায় পড়েছেন। বুঝতে পেরেছেন, ভোট পাবেন না। সেই কারণে মানুষের কাছে এই রকম কথা বলতে দেখা যাচ্ছে তাকে। তবে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে যে আর চিড়ে ভিজবে না, তা স্পষ্ট করে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই তার পাল্টা সন্দেশখালির প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে রাজ্যকে অস্বস্তিতে ফেলে দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী।

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে “আমাকে দেখে ভোট দিন” মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “ওনার মুখ দেখলেই তো মানুষের সন্দেশখালির কথা মনে পড়ে। সুতরাং মানুষ ওনাকে চায় না। সেই জন্য মাথায় ব্যান্ডেজ পড়ে মানুষের কাছে যেতে হচ্ছে।” অর্থাৎ দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন যে, মুখ্যমন্ত্রী চাপে পড়েছেন। এটা তিনি নিজেও বুঝতে পারছেন। তিনি ভোট পাবেন না, এটা তিনি নিজেও জানেন। সেই কারণে তার মুখ দেখে মানুষকে ভোট দেওয়ার কথা বলছেন। তবে তিনি যে মানুষের কাছে আর বিশ্বাসযোগ্য জায়গায় নেই, তা সন্দেশখালির প্রসঙ্গ তুলে ধরে শাসকদলের ভোটব্যাংকে আঘাত এনে ফাটল ধরালেন দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!