এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হুহু করে বাড়ছে সংক্ৰমন, আতঙ্ক বাড়িয়ে বাংলার মাথাব্যথা হতে চলেছে এই ৩ জেলাই

হুহু করে বাড়ছে সংক্ৰমন, আতঙ্ক বাড়িয়ে বাংলার মাথাব্যথা হতে চলেছে এই ৩ জেলাই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যত দিন যাচ্ছে, ততই বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমন। পরিস্থিতি আয়ত্তে আনতে নানা চেষ্টা করা হলেও, কোনমতেই তা সামলানো সম্ভব হচ্ছে না। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন রাজ্যে 300 থেকে 400 জন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে তা 11,000 পেরিয়ে গিয়েছে বলে খবর। অন্যদিকে মৃত্যুর সংখ্যাও করোনা ভাইরাসে এরাজ্যে কম কিছু নয়‌। জানা গেছে, এখনও পর্যন্ত সরকারি বুলেটিন অনুযায়ী রাজ্যে মৃত্যু হয়েছে প্রায় 475 জন মানুষের। আর এর মধ্যে 425 টি মৃত্যু কলকাতা, হাওড়া এবং উত্তর 24 পরগনা জেলায়।

অর্থ্যাৎ করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা যে এই তিন জেলাতেই সব থেকে বেশি, তা কার্যত পরিষ্কার হয়ে গিয়েছে সরকারের বুলেটিনে। তবে কিভাবে পরিস্থিতিকে সামলানো যায়, তার জন্য এখন নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। জানা গেছে, সোমবার রাজ্য সরকারের সদরদপ্তর নবান্ন জীবাণুমুক্ত করার পরিকল্পনা রয়েছে। কিন্তু এতসব সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাঞ্চল্য বাড়ছে। জানা গেছে, এদিন কলকাতা মেডিকেলে 320 জন এবং কোভিড হাসপাতালে 72 জন রোগী ভর্তি হয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে প্রথমদিকে করোনা ভাইরাসের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকারের পক্ষ থেকে অডিট কমিটি করা হলেও, এখন সেই কমিটি নেই। তবে তাদের তৈরি করা রিপোর্ট বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। যেখান থেকে স্পষ্ট হয়েছে যে, কলকাতা, হাওড়া এবং উত্তর 24 পরগনা জেলায় যারা করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে, তাদের প্রত্যেকের বয়স 60 বছরের ঊর্ধ্বে। শুধু তাই নয়, আশ্চর্যজনকভাবে দেখা গেছে, কলকাতায় যে সমস্ত বস্তি এলাকা রয়েছে, সেখানে সংক্রমণ এবং মৃত্যু যথেষ্ট পরিমাণে কম। উল্টে অভিজাত আবাসনে এই সংক্রমণ এবং মৃত্যুর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যা সত্যিই আশ্চর্যজনক বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

কেননা বস্তি এলাকায় সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সেক্ষেত্রে অভিজাত আবাসনগুলোতে মানুষ অনেকটাই সচেতন। কিন্তু সেখানেই সবথেকে বেশি সংক্রমণ ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য আরও বাড়তে শুরু করেছে। তবে কিছুটা হলেও স্বস্তির খবর, রাজ্যের বেশ কিছু জেলায় এখনও পর্যন্ত করোনা ভাইরাসে একটি মৃত্যুও সামনে আসেনি। যার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, 2 দিনাজপুর, মালদহ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান জেলা।

এছাড়াও বর্তমানে গত 24 ঘণ্টায় প্রায় 518 জন রোগী এই করোনা ভাইরাসে আক্রান্ত হলেও, তারা সুস্থ হয়ে উঠেছেন বলে খবর। যা একপ্রকার রেকর্ড বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এতসব ভালো খবর থাকলেও, দিনকে দিন আক্রান্তের সংখ্যা রাজ্যে বৃদ্ধি পাওয়ায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলেই আশঙ্কা করছেন একাংশ। সব মিলিয়ে এখন সচেতনতা অবলম্বন করা ছাড়া কারোর কাছে কোনো উপায় নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!