এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার অনুব্রত-গড়ের ‘দখল’ নিতেও আসরে নেমে পড়লেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা? চাপে তৃণমূল?

এবার অনুব্রত-গড়ের ‘দখল’ নিতেও আসরে নেমে পড়লেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা? চাপে তৃণমূল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যত দিন যাচ্ছে, ততই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। মেদিনীপুরের বাইরে উত্তরবঙ্গেও “দাদার অনুগামী” বলে পোস্টার পড়তে শুরু করেছে। যেখানে তৃণমূলের বিন্দুমাত্র চিহ্ন নেই। শুধুমাত্র রয়েছে শুভেন্দু অধিকারীর ছবি। এখনও পর্যন্ত দলত্যাগ করেননি তৃণমূলের এই হেভিওয়েট নেতা। কিন্তু তা সত্ত্বেও নিজের মত করে তার অনুগামীরা শুধুমাত্র তার ছবি দিয়ে বিজয়ের শুভেচ্ছা পোস্টার দেওয়ায় রীতিমত প্রশ্ন উঠতে শুরু করেছে শাসকদলের অন্দরমহলে। তবে যে অনুব্রত মণ্ডলের জেলায় বিরোধীরা মাথা তুলতে ভয় পায়, সেই অনুব্রত মণ্ডলের বীরভূমে শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার পড়তে দেখা গেল। যার ফলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

সূত্রের খবর, এদিন বীরভূমে “আমরা দাদার অনুগামী” লেখা পোস্টার পড়তে দেখা গেছে। সোমবার সন্ধ্যার পর সিউড়ি শহরের বিভিন্ন জায়গায় এই পোস্টার চোখে পড়েছে। তবে কে বা কারা এই পোস্টার টাঙিয়ে দিল, তা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক চর্চা। অনেকে বলছেন, তৃণমূলের একশ্রেণীর কর্মী সমর্থকরা এই কাজ করেছে। আবার অনেকে বলছেন, এর সঙ্গে বিরোধীরা জড়িত।

তবে একাংশ দাবি করছেন, রাজ্যের বিভিন্ন জেলাতেই শুভেন্দু অধিকারীর অনুগামীরা নিজেদের মতো করে পোস্টার দিতে শুরু করেছেন। যেখানে তৃণমূলের প্রতীক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। শুধুমাত্র রয়েছেন “দাদার অনুগামী” শব্দ এবং শুভেন্দু অধিকারীর ছবি। তাহলে কি এবার খেলা শুরু করে দিলেন শুভেন্দু অধিকারী? যেখানে অনুব্রত মণ্ডলের জেলায় কেউ মুখ খোলার সাহস পায় না, সেখানে শুভেন্দু অধিকারীর অনুগামীরা এই পোস্টার টাঙিয়ে দেওয়ায় নতুন করে চাঞ্চল্য তৈরি হতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, ইতিমধ্যেই এই পোস্টার কারা টাঙিয়েছে, তার ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তৃণমূলের একাংশ অবশ্য এই ব্যাপারে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছেন। তবে বিজেপি অবশ্য এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে। এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি বলেন, “তৃনমূল এখন সব কিছুতেই বিজেপির ভুত দেখছে। দিন কয়েকের মধ্যে তৃণমূল তাসের ঘরের মত ভেঙে পড়বে।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এতদিন শুভেন্দু অধিকারী এবং তার অনুগামীরা পূর্ব মেদিনীপুর এই পোস্টার টাঙাতে ব্যস্ত ছিলেন। কিন্তু এবার অনুব্রত মণ্ডলের জেলা বীরভূম এই পোস্টার পড়ে যাওয়ায় একাংশ কার্যত নিশ্চিত যে, তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করেছে শুভেন্দু অধিকারীর। আর তাই তৃণমূলের শক্ত ঘাঁটিতেও এই পোস্টার পড়তে বাকি রইল না বলে দাবি সমালোচক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!