এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আম্বানির মুখে বিনিয়োগের কথা! মমতার চালাকি ধরে ফেললেন শুভেন্দু!

আম্বানির মুখে বিনিয়োগের কথা! মমতার চালাকি ধরে ফেললেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নাম করে কোটি কোটি টাকা খরচ করেই চলেছে রাজ্য সরকার। এর আগেও একাধিক শিল্পপতি এসে এই সম্মেলন থেকে বহু বার্তা দিয়ে গিয়েছেন অনেকে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে, কোটি কোটি টাকা তারা বিনিয়োগ করবেন। কিন্তু বাস্তবে তেমন কিছুই দেখা যায়নি। এবার আবার মুকেশ আম্বানি এসে অনেক বড় বড় কথা বলেছেন। কিন্তু তিনি তো অতীতেও এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফলে সেই বিনিয়োগের কি হলো, এই প্রশ্ন ক্রমাগত মাথাচাড়া দিচ্ছে। এমত পরিস্থিতিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মাঝেই সেই প্রশ্নে রাজ্যের বিড়ম্বনা বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নামিদামি ব্যক্তিদের নিয়ে এসে শিল্পের প্রতিশ্রুতি দেওয়ালেও মুখ্যমন্ত্রীর চালাকি ফাঁস করে দিলেন তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার থেকে শুরু হওয়া বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে আবার শিল্পের প্রতিশ্রুতি দেন বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি। আর এখানেই বড় প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, এর আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউনের মতো জায়গায় তাকে প্রচুর জমি দিয়েছিলেন। সেই জমিতে এখনও পর্যন্ত ছাগল গরু ঘুরে বেড়াচ্ছে। কিন্তু একটা ইট পর্যন্ত গাথা হয়নি। তাই এবারও মুকেশ আম্বানি প্রতিশ্রুতি দিলেও কি হবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে শুভেন্দুবাবুর। এটা নিয়ে কারও মধ্যেই কোনো দ্বিমত নেই যে, নিউটাউনের মতো ঝা চকচকে জায়গায় কেউ এক ছটাক জমি পেলে কতটা খুশি হয়। কিন্তু সেই জায়গায় একরের পর একর জমি এই মুকেশ আম্বানির মত ব্যক্তিকে দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। তাই অতীতে যিনি এত জমি পেয়েও নিউটাউনের মত জায়গায় একটা ইট পর্যন্ত গাঁথতে পারেননি, তিনি মঞ্চ থেকে বড় বড় প্রতিশ্রুতি দেবেন, আর সেটাতে রাজ্যের মানুষ বিশ্বাস করে নেবে, এটা আর যাই হোক, শুভেন্দুবাবু মানতে পারছেন না।

বিজেপির দাবি, এই রাজ্য সরকারের ওপর ভরসা করার মত বিন্দুমাত্র জায়গা নেই। যারা শিল্পপতি হিসেবে আসছেন এই বাণিজ্য সম্মেলনে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্যই এই ধরনের বক্তব্য রাখছেন। অনেক কোটি কোটি টাকার প্রতিশ্রুতি এবং গালভরা গল্প শুনিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিদেশেও গিয়েছিলেন শিল্প আনার জন্য। কিন্তু এখনও পর্যন্ত কত কোটি টাকার বিনিয়োগ হয়েছে রাজ্যে, তা বলার মত সৎ সাহস তার নেই। তাই মুকেশ আম্বানিও মুখ্যমন্ত্রীকে খুশি রাখতে হয়ত বড় বড় কথা বলেছেন। কিন্তু এতে রাজ্য বা সাধারণ মানুষের কোনো লাভ হবে না বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতারা তো এই ধরনের কথা বলবেন, এটাই স্বাভাবিক। কারণ সরকার তো তাদের হাতে এই কথা বলার অস্ত্র তুলে দিয়েছে। তা না হলে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন করার আগে কত কোটি টাকা বিনিয়োগ এসেছে, এটা জানিয়ে দিত এই রাজ্যের অপদার্থ সরকার। আজকে নামিদামি শিল্পপতিদের আনিয়ে বড় বড় মঞ্চ করে নিজেদের ফুটানি দেখাতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প তো রাজ্যে আসবেই না, এটা আজকে প্রমাণিত সত্য। তা নাহলে মুকেশ আম্বানি যে পরিমাণ জমি এই রাজ্য থেকে নিয়েছেন, তা দিয়ে তিনি এতদিন শিল্প করতেই পারতেন। কিন্তু সেটা যখন হয়নি, তখন বুঝে নিতে হবে আরও একটা ঢপের চপ শিল্প সম্মেলন এই রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে। অনেকেই অনেক নামিদামি শিল্পপতিরা সেখানে অনেক বড় বড় কথা বলবেন। কিন্তু তাতে রাজ্যবাসীর কোনো লাভ হবে না। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!