এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > আমেরিকার ৪৬তম প্রসিডেন্ট জো বাইডেনের জীবনের করুন এই কাহিনী জানেন কি? জেনে নিন

আমেরিকার ৪৬তম প্রসিডেন্ট জো বাইডেনের জীবনের করুন এই কাহিনী জানেন কি? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট রূপে নির্বাচিত হলেন ডেমোক্রেট দলের জো বাইডেন। রাষ্ট্রপতি নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষপর্যন্ত তিনি পরাজিত করলেন রোনাল ট্রাম্পকে। গতকাল শনিবার এ কথা জানাল বিবিসি। প্রসঙ্গত মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ২৭০ টি ইলেক্টরালের লক্ষ্যমাত্রা পার করে ২৮৪ টি ইলেক্টরাল ভোট পেয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন।

প্রসঙ্গত, পেনসিলভেনিয়ার পপুলার ভোটে জয় পাওয়ার কারণে সেখান থেকে তিনি ২০ টি ইলেক্টরাল পেয়েছিলেন।যা তাঁর জয় পেতে, তাঁকে অনেকটা সাহায্য করেছিল। তিনি সহজেই জয়ের লক্ষমাত্রা পার করতে পেরেছিলেন। ১৯৪২ সালের ২০ সে নভেম্বর পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের স্ক্রানটনে জো বাইডেনের জন্ম। তাঁর পিতা জোসেফ রবিনেট বাইডেন, মাতা ক্যাথরিন ইউজেনিয়া ফিনেগান। চার ভাইবোনের মধ্যে সবার বড় ছিলেন তিনিই। বাল্যকালে স্ক্রানটনেই তাঁর পড়াশোনা। পরবর্তীতে ডেলাওয়ার ইউনিভার্সিটিতে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি।

এরপর আইনের ডিগ্রি লাভ হলো তারা। সিরাকিউজ ইউনিভার্সিটিতে পড়ার সময় ১৯৬৬ সালে তিনি বিয়ে করেছিলেন নিলিয়া হান্টারকে। তাঁদের তিন সন্তান হয়েছিল। এরপর ১৯৭২ সালে বড়দিনের আগে ক্রিসমাস ট্রি কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নিলিয়া ও তার বড় মেয়ে নাওমী। এই ঘটনায় প্রচন্ড ভেঙে পড়েছিলেন জো বাইডেন। আবার তিনি উঠে দাঁড়ালেন, এই ঘটনার এক বছর পর বিয়ে করলেন ১৯৭৩ সালে তিনি বিয়ে করলেন জিল ট্রেসি জ্যাকবকে। তাঁদের এক কন্যা সন্তানও আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, ১৯৭০ সালেই ডেলাওয়ারের নিউ ক্যাসল কাউন্টির কাউন্সিলম্যান রূপে নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর ১৯৭২ সালের নভেম্বর মাসে ডেমোক্রেটিক দলের প্রার্থী হয়ে মাত্র ৩০ বছর বয়সে পঞ্চম সিনেটর নির্বাচিত হলেন তিনি। যা সেদেশে ইতিপূর্বে দেখা যায়নি। তখন তিনি পরাজিত করেছিলেন রিপাবলিকান সিনেটর স্যালেব বগসকে। ডেলাওয়ার থেকে তিনি মোট ৬ বার সিনেটর নির্বাচিত হয়েছিলেন। নারীর বিরুদ্ধে সহিংসতা আইন যুক্তরাষ্ট্রের বেশকিছু গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করেছিলেন তিনি।

এরপর ২০০৭ সালে বারাক ওবামা প্রেসিডেন্ট হলে তাঁকে রানিংমেট হিসেবে বেছে নিয়েছিলেন। ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। এদিকে, ২০১৫ সালে তাঁর আবার এক বড় ধাক্কা। মস্তিষ্কের ক্যান্সারে তাঁর বড় ছেলে বো বাইডেনের মৃত্যু হয়। এই ঘটনায় বিরাট মানসিক আঘাত পান তিনি। তাই ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন দেওয়ার আগেই তা প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। এরপর আজ তিনি আমেরিকার প্রেসিডেন্ট।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বারবার ভাগ্যের কাছে পরাজিত হয়েও জীবনযুদ্ধে হার মানেননি। প্রকৃত যোদ্ধর মতো তিনি জীবনের নানা প্রতিকূলতাকে জয় করেছেন। তাঁর লক্ষ্য ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া। এই সাফল্য শুধু তাঁর কাছে নয়, আমেরিকা সহ বিশ্ববাসীর কাছে এক বিরাট গর্বের বিষয়। প্রকৃত যোদ্ধা হিসেবে ইতিহাসে স্থান পাবেন তিনি। তাঁর মতো বার বার জীবনের প্রতিকূল পরিস্থিতিকে এভাবে মোকাবিলা করতে পেরেছেন খুব কম মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!