এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অমিত শাহের বক্তব্য মিথ্যে, বড়সড় হাতিয়ার পেয়ে গেল তৃণমূল!

অমিত শাহের বক্তব্য মিথ্যে, বড়সড় হাতিয়ার পেয়ে গেল তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন রাজ্যে এসেছিলেন, তখন কাশীপুরে বিজেপির যুব মোর্চার এক কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে সিবিআই তদন্তের দাবি জানানোর পাশাপাশি রাজনৈতিক হত্যা হয়েছে বলে জানিয়ে দেন অমিত শাহ। আর তারপরেই গোটা বিষয় নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। তবে এবার কাশীপুরের এই ঘটনার ময়নাতদন্তের রিপোর্টে উঠে এলো অন্য বিষয়। যেখানে খুনের কোনো প্রমাণ মেলেনি বলে জানা গিয়েছে। আর এরপরেই ময়নাতদন্তের রিপোর্টকে হাতিয়ার করে অমিত শাহের বক্তব্যকে মিথ্যে বলে দাবি করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সরব হতে দেখা যায় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। এদিন তিনি বলেন, “ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কাশীপুরে এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। সেদিন তিনি অসত্যের ঝুড়ি সাজিয়ে নিয়ে এসেছিলেন। আমাদের সেই দাবি যে সত্য, তা এই ময়নাতদন্তের রিপোর্টে প্রমাণিত। একটা গল্প তৈরি করা হয়েছিল, সেটা টেকে না, তা প্রমাণিত হল। রাজনীতির কারণে অর্জুনকে মারা হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে আঙ্গুল তুলে গিয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তার কাছে এই রকম দায়িত্বজ্ঞানহীনতা আশা করি না। উনি মিথ্যা কথা বলেছেন।”

বিশেষজ্ঞদের মতে, তৃণমূলের এই দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই কার্যত বিজেপিকে চাপে ফেলতে শুরু করেছে রাজ্যের শাসক শিবির। এতদিন বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল, তাদের দলের কর্মীকে খুন করা হয়েছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে অন্য বিষয় উঠে আসার সাথে সাথেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির নেতা কর্মীরা যে মিথ্যে কথা বলেছেন, তা তুলে ধরতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!