এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিতের কড়া চিঠিতে নড়েচড়ে বসল কেন্দ্র, জরুরি বৈঠকে আলোচনা হবে মমতার দুই প্রস্তাব নিয়েই

অমিতের কড়া চিঠিতে নড়েচড়ে বসল কেন্দ্র, জরুরি বৈঠকে আলোচনা হবে মমতার দুই প্রস্তাব নিয়েই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন পর বসতে চলেছে জিএসটি কাউন্সিলের ৪৩ তম বৈঠক। আগামী ২৮ সে মে এই বৈঠকের আয়োজন করা হবে ভার্চুয়াল ভাবে। সম্প্রতি, অর্থমন্ত্রী অমিত মিত্র জিএসটি বৈঠকের দাবি জানিয়ে কেন্দ্রের কাছে একটি চিঠি দিয়েছিলেন। অর্থমন্ত্রীর এই কড়া চিঠি পাওয়ার পরেই এই বৈঠকের জন্য বিশেষ উদ্যোগে নিল কেন্দ্র। এই বৈঠকে উত্থাপিত হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি বিশেষ প্রস্তাব।

করোনা আবহে দীর্ঘ ৭ মাস পর জিএসটি কাউন্সিলের বৈঠক আয়োজিত হতে চলেছে আগামী ২৮ সে মে। জানা গেছে, এই বৈঠকে রাজ্যগুলির বকেয়া জিএসটি মিটিয়ে দেওয়ার যেমন দাবি জানানো হবে। তেমনি করোনার ভ্যাকসিন, অক্সিজেন, ওষুধের ওপর জিএসটি তুলে দেওয়ার দাবি জানানো হবে। উদ্দেশ্য করোনা চিকিৎসার ব্যয় বাহুল্য হ্রাস করা। পশ্চিমবঙ্গ সহ একাধিক বিজেপি বিরোধী রাজ্যের অর্থমন্ত্রীরা এদিন কেন্দ্রের কাছে এমনই প্রস্তাব রাখতে চলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে জিএসটি খাতে কেন্দ্র সরকারের কাছে পশ্চিমবঙ্গের পাওনা বাকি রয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা। এই টাকা দ্রুত প্রদানের দাবি উঠবে। গতবছরে জিএসটির ক্ষতিপূরণ বাবদ রাজ্যগুলিকে ৭০ হাজার কোটি টাকা কেন্দ্রের পক্ষ থেকে দেয়া হয়েছিল। তবে চলতি আর্থিক বছরে এখনো পর্যন্ত ৬৩ হাজার কোটি টাকা পাওনা রয়েছে রাজ্যগুলির। করোনা সংক্রমণকালে সমস্ত রাজ্যকে জিএসটির পাওনা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি উঠবে এই বৈঠকে।

এদিকে আগামী বছরের জুলাই মাস পর্যন্ত রাজ্যগুলিকে কেন্দ্রের জিএসটির ক্ষতিপূরণ সেস দেয়ার কথা বলা হয়েছে, কেন্দ্রের পক্ষ থেকে। এই ক্ষতিপূরণের সময়সীমা আরও বাড়ানোর দাবি উঠতে পারে এই বৈঠকে। ইতিপূর্বে, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যগুলিকে এই সেস দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু উল্লেখযোগ্য যে, সে সময় করোনার দ্বিতীয় ঢেউ দেশে ছিল না। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। রাজ্যগুলি তীব্র আর্থিক সমস্যায় পড়েছে। তাই সেস প্রদানের সময়সীমা বৃদ্ধির দাবি জানানো হতে পারে জিএসটি কাউন্সিলের ৪৩ তম বৈঠকে। সমস্ত কিছু নিয়েই তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই বৈঠক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!