এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার মানুষের কাজে পথে নামছে তৃণমূলের কুইক রেসপন্স টিম, গুঞ্জন অন্য

এবার মানুষের কাজে পথে নামছে তৃণমূলের কুইক রেসপন্স টিম, গুঞ্জন অন্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের প্রচার থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মানুষের পাশে সব সময় থাকবে তাঁর দল। আর মানুষের পাশে থাকার জন্য এবার তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে তৈরি হচ্ছে বিশেষ যুব বাহিনী কুইক রেসপন্স টিম। ইতিমধ্যেই রি টিম মানুষের জন্য কাজ করতে পথে নেমে পড়েছে। জেলায় জেলায় সব ধরনের সাহায্য করার জন্য তাঁরা তৈরি হচ্ছে। অন্যদিকে এই কুইক রেসপন্স টিমের দেখভাল করছেন তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষ। বর্ষায় হুগলী জেলাতে বন্যা হওয়ার আশঙ্কা আগেই মিলেছে। তার জন্য বিপুল ক্ষতির সম্ভাবনা রয়েছে।

তাই আগে থেকে সেখানকার তৃণমূল যুব কংগ্রেস কুইক রেসপন্স টিম তৈরি করে ফেলেছে প্রতিটি এলাকায়। একই ভাবে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি দেবরাজ চক্রবর্তী এবং সক্রিয় যুব কংগ্রেস কর্মীদের উদ্যোগে তৈরি হচ্ছে কুইক রেসপন্স টিম। উত্তর 24 পরগনায় করোনার দাপট সবথেকে বেশি ছিল। তাই এখনও এই জেলার 83 টি কনটেইনমেন্ট জোন চিহ্নিত হয়েছে প্রশাসনিকভাবে। সেই সব জায়গায় বসবাসকারীদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেজন্য কুইক রেসপন্স টিমের স্বেচ্ছাসেবকরা সদা তৎপর। অন্যান্য জেলাতেও প্রয়োজনীয়তা অনুযায়ী তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই টিম তৈরি করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি এই কুইক রেসপন্স টিমের সঙ্গে যোগাযোগ করার জন্য দেওয়া হয়েছে একটি ফোন নাম্বার। প্রসঙ্গত জানা গিয়েছে, বর্তমানে করোনা কিংবা ইয়াস সাইক্লোন পরবর্তী সময়ে সাধারণ মানুষকে সাহায্য করতে বিভিন্নভাবে পথে নেমেছে তৃণমূল যুব কংগ্রেস। আর সেই কাজেই গতি আনতে তৈরি হয়েছে কুইক রেসপন্স টিম। এ প্রসঙ্গে তৃণমূল যুব কংগ্রেস নেত্রী সায়নী ঘোষ জানিয়েছেন, প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে যাতে কুইক রেসপন্স টিম তৈরি হয়, সেদিকে নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি রং দেখে নয়, সবার জন্য কাজ করার তাগিদে এই টিম তৈরি করা হয়েছে। একই কথা বললেন উত্তর 24 পরগনা তৃণমূল যুব নেতা দেবরাজ চক্রবর্তী।

অন্যদিকে রাজনৈতিক মহলে কিন্তু শোনা যাচ্ছে অন্য কথা। অনেকেই বলছেন বামেদের ভলেন্টিয়ার্স পাল্লা দেবার তাগিদেই তৈরি হয়েছে এই কুইক রেসপন্স টিম। কার্যত করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকেই রাজ্যজুড়ে বামেদের রেড ভলান্টিয়ার্সের কাজ করতে দেখা যায়। এবার করোনার তৃতীয় ঢেউয়ের আগেই কোমর বেঁধে নামতে চলেছে যুব তৃণমূল। আপাতত দেখার তৃণমূলের কুইক রেসপন্স টিম কার্যত রেড ভলেন্টিয়ার্স টিমকে টেক্কা দিতে পারে কিনা!

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!