এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘দলে থেকে বিজেপিকে মদত দিলে’ বড়সড় শাস্তির কথা ঘোষণা করে বিতর্কে তৃণমূল নেতা!

‘দলে থেকে বিজেপিকে মদত দিলে’ বড়সড় শাস্তির কথা ঘোষণা করে বিতর্কে তৃণমূল নেতা!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে শাসক দল তৃণমূলের অন্তর্কলহ স্থানে স্থানে প্রকাশ্যে চলে এসেছে। যা শাসক দলের শীর্ষ নেতৃত্বের কাছে বারবার চ্যালেঞ্জ হয়ে দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে বর্ধমানের জনৈক তৃণমূল নেতা এক সভা থেকে দলের কর্মীদের হুঁশিয়ারি দিয়ে জানালেন যে, দলে থেকে বিজেপিকে যদি মদত দেয়া হয়, তবে হাত-পা ভেঙে দেয়া হবে। তৃণমূল নেতা খোকন দাসের এই মন্তব্যকে ঘিরে তীব্র বিতর্ক ছড়িয়ে পরলো। অনেকেই মনে করছেন যে, দলের একাংশের প্রতি এভাবে আঙ্গুল তুলে জেলায় শাসক দল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে আবারও চিহ্নিত করে করে দিলেন তৃণমূল নেতা খোকন দাস। জেলায় আবার শাসকদল তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এলো।

সম্প্রতি বর্ধমান শহরের ৩৩ নম্বর ওয়ার্ডে একটি ছট পুজোর উদ্বোধন করতে গিয়েছিলেন তৃণমূল নেতা খোকন দাস। সেখানে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। দলের একাংশের প্রতি তিনি অভিযোগ করেছেন যে, তৃণমূল দলে কিছু মানুষ আছেন যারা আগে সিপিএম করতেন, এখন তৃণমূলে এসে তারা অশান্তি বাঁধাবার চেষ্টা করছেন। তিনি অভিযোগ করেছেন যে, এই ধরণের মানুষরা বিজেপিকে মদত দিচ্ছেন। তাঁরা তৃণমূলের নেতাদের থেকে নিজেদেরকে বড় প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, এই ধরনের নেতাদের কখনোই দল বরদাস্ত করবে না। প্রয়োজনে তাদের হাত-পা ভেঙে দেয়া হবে। এর সঙ্গে সঙ্গে পুলিশকে হুঁশিয়ারি দিলেন তিনি। তিনি জানান যে, প্রয়োজনে পুলিশকে ঘেরাও করা হবে। অন্য দলের হয়ে যদি কথা বলেন, তাকে পুলিশকেও রেহাই দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন তিনি।তৃণমূল নেতা খোকন দাসের এই বক্তব্যকে ঘিরে জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল। দলের মধ্যে যথেষ্ট বিতর্ক ছড়ালো। তবে, এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু জানালেন যে, দলের ভেতরে যদি কোন সমস্যা হয়, তবে তা খতিয়ে দেখা হবে।

তবে তৃণমূলের কিছু নেতার সঙ্গে বিজেপির যোগসাজশের ব্যাপারটি অস্বীকার করল জেলা বিজেপি নেতৃত্ব। তৃণমূল নেতা খোকন দাসের এই মন্তব্যকে একেবারেই গুরুত্বহীন বলে জানাল বিজেপি শিবির। এ প্রসঙ্গে জনৈক বিজেপি নেতা জানালেন যে, তৃণমূল নেতাদের কাছ থেকে এ রকমের বক্তব্য নতুন কোনো ব্যাপার নয়। তাঁর কথায়, এটাই হলো তৃণমূলের সংস্কৃতি। যারা হিংসা ছাড়া কিছুই বোঝে না । তাঁর কথায়, এভাবে কখনোই ক্ষমতায় টিকে থাকা যায় না। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি আসবে বলে দাবি করেন তিনি। এভাবে দলের একাংশের বিরুদ্ধে মন্তব্য করে, হুঁশিয়ারি দিয়ে দলের গোষ্ঠীদ্বন্দ্বকে আবার প্রকাশ্যে এনে ফেললেন তৃণমূলের দাপুটে নেতা খোকন দাস।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!