এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > অনুব্রত-গড়ে বাউলশিল্পীর একাউন্ট থেকে গায়েব প্রায় লক্ষ টাকা – বাড়ছে জল্পনা

অনুব্রত-গড়ে বাউলশিল্পীর একাউন্ট থেকে গায়েব প্রায় লক্ষ টাকা – বাড়ছে জল্পনা


ভুয়ো পরিচয় দিয়ে আবার ও আর্থিক প্রতারণার অভিযোগ জেলায়। প্রতারিত হলেন বাউল শিল্পী নারায়ণ কর্মকার। বীরভূমের লোকপুর থানার ভাড্ডি গ্রামের স্থানীয় মানুষদের সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে জনৈক বাউল শিল্পী তাঁর চোখ অপারেশন করিয়ে বাড়ি ফেরেন। সেইসময়ে তাঁর মোবাইল ফোনে  একটি ফোন আসে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

ফোনের অপর প্রান্ত থেকে আসা কন্ঠস্বর নিজেকে ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে বাউল শিল্পীর এটিএম-এর পিন নম্বর জিজ্ঞাসা করেন। এইসময়ে তাঁর মোবাইলে আসা ওটিপি ও তিনি প্রতারককে জানিয়ে দেন। অল্প সময়ের মধ্যেই নারায়ণ কর্মকারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৮৭হাজার টাকা তুলে নেওয়ার এসএমএস আসে তাঁর ফোনে। তিনি জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। পরদিন সকালে  খয়রাশোলের ওই ব্যাঙ্কটির শাখায় গিয়ে জালিয়াতির কথা জানালে ব্যাঙ্ক কর্মীরা তাঁর কথায় বিশেষ আমল দেয়নি বলে অভিযোগ করলেন তিনি। এরপর ওই শিল্পী লোকপুর থানায় অভিযোগ দায়ের করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!