এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > প্রবল গেরুয়া ঝড় রাজ্যজুড়ে – বিজেপি এবার সংখ্যালঘু ভোটে থাবা বসালো উত্তরবঙ্গেও

প্রবল গেরুয়া ঝড় রাজ্যজুড়ে – বিজেপি এবার সংখ্যালঘু ভোটে থাবা বসালো উত্তরবঙ্গেও


ইঙ্গিতটা মিলেছিল পঞ্চায়েত নির্বাচনেই – আর লোকসভা নির্বাচনের ফলাফল সামনে আসতেই গোটা রাজ্যজুড়েই প্রবল গেরুয়া ঝড় দেখা যাচ্ছে। দলে দলে রাজনৈতিক নেতা-কর্মীরা তৃণমূল, বামফ্রন্ট বা কংগ্রেস ছেড়ে এসে হাতে তুলে নিচ্ছেন গেরুয়া পতাকা। তবে, সব থেকে লক্ষ্যণীয় হল – বিজেপি হিন্দুত্ববাদী দল হওয়ায়, এতদিন বাংলার সংখ্যালঘুদের মধ্যে বিজেপিকে নিয়ে যে মনোভাব ছিল – তার বড়সড় পরিবর্তন।

কিছুদিন আগেই, লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম যোগ দেন বিজেপিতে। যদিও সেই যোগদান ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক। কিন্তু, পঞ্চায়েত ভোটেই যে প্রবণতা দেখা গিয়েছিল, তা বর্তমানে আরও জোরদার হয়েছে। সংখ্যালঘু নেতাদের সংখ্যা ক্রমশ বাড়ছে বিজেপিতে। বিশেষ করে, তিন তালাক বিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবস্থান ও ‘সবকা বিশ্বাস’ স্লোগানের পর – সংখ্যালঘু রাজনৈতিক কর্মীদের বিজেপির উপর আগ্রহ বেড়ে গেছে বহুগুন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তারই, একঝলক গতকাল দেখা গেল উত্তরবঙ্গে। গতকাল জলপাইগুড়ি জেলার অন্তর্গত ধুপগুড়ি ব্লক এর শালবাড়ি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপি এক জনসভার আয়োজন করে। যেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি-ওবিসি মোর্চার সম্পাদক আশিস দেবনাথ, জেলা সম্পাদক আগুন রায়, ওবিসি জেলা সভাপতি মানিক দেবনাথ, সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি রাশিদুল ইসলাম, ধুপগুড়ি পশ্চিম মণ্ডল সভাপতি মাধবচন্দ্র রায়, শালবাড়ি ১ নম্বর পঞ্চায়েতের বিরোধী দলনেতা বরুন সরকার, শক্তি প্রমুখ কুলজম শর্মা প্রমুখ।

এদিন কুলজম শর্মা ও নবীন রায়ের নেতৃত্বে প্রাক্তন কংগ্রেসের পঞ্চায়েত প্রধান জ্যোতিপদ রায়, জিয়াউল হক, মমিনুল হক সহ ৭৮ টি পরিবার বিজেপিতে যোগদান করেন। এছাড়াও, কমলাকান্ত রায়ের নেতৃত্বে আরও ৫ টি পরিবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। নতুনদের দলে স্বাগত জানিয়ে সবার হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতা মাধবচন্দ্র রায়, রাশিদুল ইসলাম, কুলজম শর্মা, বরুন সরকার ও আশিস দেবনাথ। এদিনের যোগদান পর্বের পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা কুলজম শর্মার দাবি, আগামীদিনে শাসকদল সহ অন্যান্য দলে আরও বড় ভাঙন অপেক্ষা করছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!