এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অনুব্রত গড়ে দাঁড়িয়েই তার বিজেপি যোগ নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ! সরগরম রাজ্য

অনুব্রত গড়ে দাঁড়িয়েই তার বিজেপি যোগ নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ! সরগরম রাজ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কোন দিন কোন নেতা কোন দলে যোগ দেবেন, তা নিঃসন্দেহে কেউ আগে থেকে বলতে পারছে না। প্রায় প্রতিনিয়ত দলবদলের মত ঘটনা ঘটছে রাজ্যে। প্রতিমুহূর্তে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা বিজেপিতে যোগদানের জন্য মুখিয়ে আছেন। শুধু সময়ের অপেক্ষা। তবে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বিজেপিতে যোগ দেবেন, এটা আদৌ কি মানা যায়! যে অনুব্রত মণ্ডল প্রতিমুহূর্তে বিরোধীদের ধুমকে চমকে রাখেন, যেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অন্ত প্রাণ বলে সব সময় দাবি করেন, সেখানে তিনি ভারতীয় জনতা পার্টিতে নাম লেখাবেন, এটা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেন না। তবে এবার বীরভূমে এসে সেই অনুব্রত মণ্ডলের বিজেপি যোগ নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সূত্রের খবর, মঙ্গলবার বীরভূমের কীর্নাহারে্য একটি বেসরকারি লজে বিজেপির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ জেলা নেতৃত্বরা। আর সেখানেই প্রথমে শান্তিনিকেতনের জমি দখল নিয়ে সরব হতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতিকে। তিনি বলেন, “সবাই জানেন তৃণমূল শান্তিনিকেতনের জমি দখল করে দুষ্কৃতীদের বসিয়ে দিচ্ছে। টাকা নিয়ে ব্যবসায়ীদের বসিয়ে দিয়েছে। যেহেতু উপাচার্য প্রাচীর দিয়ে ঘিরে সেই জমিতে রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন, তাই তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। তার বাড়িতে ঢিল মারা হচ্ছে।”

আর এরপরই আশ্চর্যজনকভাবে অনুব্রত মণ্ডলের বিজেপিতে যোগ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা যায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই বোলপুরে এসে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দলে নেওয়ার ব্যাপারে মধ্যস্থতা করার কথা বলেছিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই গোটা জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য শুরু হয়। এদিন সেই প্রসঙ্গে প্রশ্ন করা হয় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।কি বললেন তিনি?এদিন এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমরা দরজা অনেক বড় করেছি। কোনো বিশেষ নামের প্রয়োজন নেই। অনেক বড় বড় নেতা, মেয়রকে আমরা নিয়েছি‌। এখন কে আসবেন, কে আসবেন না সেটা ওদের ব্যাপার।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দিলীপ ঘোষ এই কথা এই কথা বলে যেমন তৃণমূলের অন্দরে ভাঙন ধরানোর চেষ্টা করলেন, ঠিক তেমনই বুঝিয়ে দিলেন যে, তাদের দলে কে বড় নেতা, কে ছোট নেতা এমন হিসেব কষে সংগঠন পরিচালনা করা হয় না‌। যারা আসবেন, তাদের সকলকে স্বাগত জানানো হবে বলে বোঝাতে চাইলেন বিজেপির রাজ্য সভাপতি বলে দাবি করছে ওয়াকিবহাল মহল‌। কিন্তু সত্যি সত্যিই কি তাহলে অনুব্রত মণ্ডলের মত মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী বিজেপিতে যোগদানের ব্যাপারে কোনো চিন্তাভাবনা শুরু করেছেন?

এদিন এই প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্যকে পাল্টা কটাক্ষ করেছেন জেলা তৃণমূলের সহ-সভাপতি অভিজিৎ সিংহ। তিনি বলেন, “এটা পাগলের প্রলাপ। এর কোনো জবাব হয় না। ওরা কলকাতায় বসে রাজনীতি করতে গিয়ে হাঁপিয়ে ওঠেন। তাই বিশুদ্ধ হাওয়া খেতে মাঝেমধ্যে জেলায় এসে উল্টোপাল্টা বলে যান।” তবে তৃণমূলের পক্ষ থেকে যে কথাই বলা হোক না কেন, অনেকে বলছেন, যা রটে তার কিছুটা বটে। যেভাবে অনুব্রত মণ্ডলের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায়, তাতে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!