এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অনুব্রতর সভায় উর্দিধারী পুলিশকর্মীদের কীর্তিতে বাড়ছে অস্বস্তি, নতুন করে শুরু বিতর্ক!

অনুব্রতর সভায় উর্দিধারী পুলিশকর্মীদের কীর্তিতে বাড়ছে অস্বস্তি, নতুন করে শুরু বিতর্ক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিভিন্ন বিষয় নিয়ে বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বীরভূম জেলা তৃণমূল। বিতর্ক উঠেছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের নানা বক্তব্য ও কার্যকলাপকে ঘিরে। এবার, আবারো বিতর্কের কেন্দ্রে উঠে এলো বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। গতকাল রবিবার বীরভূমের নানুরে তৃণমূলের পক্ষ থেকে একটি রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছিল। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সহ জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের বহু কর্মী সমর্থক উপস্থিত হয়েছিলেন এই সভায়। সভায় ছিলেন বহু পুলিশকর্মী। এই সভায় দেখা গেল যে, তৃণমূলের বহু কর্মীর সঙ্গে এক টেবিলে বসে মধ্যাহ্নভোজন করছেন বহু পুলিশকর্মী। যে ঘটনায় নতুন করে আবার বিতর্কের সৃষ্টি হল।

গতকাল পুলিশের এই কাজের ফলে প্রচণ্ড বিতর্ক ছড়ালো। গতকাল সভাতে উর্দিধারী পুলিশকর্মীরা তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে এক টেবিলে বসে দুপুরের খাওয়া সারলেন। এ বিষয় নিয়ে তাদের কোনো আপত্তি করতে দেখা যায়নি। যে ঘটনা নিয়ে শোরগোল পড়ে গেল জেলাজুড়ে। অনেকেই বক্তব্য রেখেছেন যে, পুলিশের প্রধান কাজ হলো নিরাপত্তা দেওয়া। পুলিশ কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না, রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করতে পারে না পুলিশ। তবে, দুপরবেলায় পুলিশের খাওয়াদাওয়ার মধ্যে অস্বাভাবিক কিছুই নেই। কিন্তু পুলিশ কখনোই কোনো রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গে এক টেবিলে বসে এভাবে খেতে পারেন না। কিন্তু গতকাল রবিবার এই কাজটিই করলেন পুলিশকর্মীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, অভিযোগ উঠেছে যে নানুরের এই সভায় দুপুর বেলায় যখন খাবারের প্যাকেট বিতরণ করা হচ্ছিল। তখন তা নিয়ে তীব্র বিশৃংখলা সৃষ্টি করেন তৃণমূলের কর্মীরা। কোন রকম সামাজিক দূরত্ব না মেনে, এমনকি মুখে মাস্ক না পরেই গতকাল খাবারের প্যাকেট সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছিলেন তারা। খাবারের প্যাকেট সংগ্রহ করতে গিয়ে নিজেদের মধ্যেই ধস্তাধস্তি শুরু করলেন তৃণমূল কর্মীরা। ব্যাগ থেকে খাবারের প্যাকেট গুলো বের করার সঙ্গে সঙ্গেই যে কান্ড করলেন তৃণমূল কর্মীরা, তা প্রশ্নের মুখে ফেলে দিলো দলকে।

এদিকে অভিযোগ উঠেছে গতকালের এই সভাতে সামান্য রকম দূরত্ববিধি বা স্বাস্থ্যবিধি মেনে চলা হয়নি। তারপরে খাবারের প্যাকেট সংগ্রহের সময় কোন রকম শৃঙ্খলা ছিল না। বিষয়টি সমালোচিত হয়েছে। তবে জেলা প্রশাসনের তরফ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ঘটনাটি নিয়ে জেলা বিজেপি নেতৃত্ব কটাক্ষ করেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের পুলিশ নিরপেক্ষ নয়, তারা শাসকদল তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। এমন অভিযোগ বারবার বিরোধিরা করে থাকে। গতকালের সভায় তৃণমূলের কর্মীদের সঙ্গে পুলিশের মধ্যাহ্নভোজন বিরোধীদের এই অভিযোগকে যে অনেকটা সত্য বলে প্রমান করে দিল, তা আর বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!