এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ঘরে বাইরে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ট্রাম্পের, খুব শিগগির কি হতে চলছে ডিভোর্স!

ঘরে বাইরে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ট্রাম্পের, খুব শিগগির কি হতে চলছে ডিভোর্স!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভাগ্যের প্রতিকূলতার কাছে সম্প্রতি হার মানতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বর্তমান সময়টা যে তাঁর যথেষ্ট প্রতিকূলে, তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি, রাষ্ট্রপতি নির্বাচনে তিনি পরাস্ত হলেন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বিডেনের কাছে। বহু চেষ্টা করেও ধরে রাখতে পারলে না তাঁর রাস্ট্রপতির কুরসী। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে যে, এবারে সংসার জীবনেও ভাঙ্গন ঘটতে চলেছে তাঁর। শোনা যাচ্ছে, তাঁর প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হলেই, তাঁকে ডিভোর্স দিতে চলেছেন তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হওয়ার প্রহর গুনছেন মেলানিয়া। ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইল এমন কথাই জানালো।

ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যাচ্ছে যে, সম্প্রতি রাষ্ট্রপতির মেয়াদ শেষ করে হোয়াইট হাউস ছাড়তে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর হোয়াইট হাউস ত্যাগ করার পরেই তাঁকে ডিভোর্স দিতে চলেছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, সম্প্রতি মেলানিয়া ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন। মেয়াদ শেষে হোয়াইট হাউস থেকে বেরোলেই তাদের ১৫ বছরের সাংসারিক জীবনের ইতি টানতে চলেছেন তিনি।

এই প্রতিবেদন ট্রাম্পের একসময়ের সহকারী ওমারোসা মানিগল্ট নিউম্যানের একটি বক্তব্যকে উদ্ধৃত করা হয়েছে এই ঘটনার সমর্থনে। ডেইলি মেইলে প্রকাশিত এই প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ও তার ছেলে ব্যারন যাতে তাঁর সম্পত্তির উপযুক্ত ভাগ পান। সেজন্য তাঁদের মধ্যে একটি চুক্তির বিষয়েও চিন্তা ভাবনা করছেন মেলানিয়া। এভাবেই মেলানিয়া ডিভোর্স দিতে চলেছেন তাঁর ৭৪ বছরের স্বামীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে মেলানিয়া ট্রাম্পের প্রাক্তন পরামর্শদাতা স্টেফানি ওয়ালকফেরও এই বিষয়টি জানালেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, ডোনাল ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের বিচ্ছেদ শুধুমাত্র সময় অপেক্ষা ছাড়া আর কিছুই নয়। মেলানিয়া দিন গুনতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। এ প্রসঙ্গে স্টেফানি ওয়ালকফের আরও জানিয়েছেন যে, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক প্রায় তলানীতে এসে আছে। তাদের মধ্যে কথাবার্তাও প্রায় বন্ধ হয়ে গেছে। এমনকি হোয়াইট হাউসে তাঁদের শয়নকক্ষও আলাদা হয়ে গেছে।

তবে, এখানে প্রশ্ন উঠেছে যে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যখন মেলানিয়ার সম্পর্ক একেবারে তলানিতে এসে গেছে। তাহলে মেলানিয়া কেন রাষ্ট্রপতি পদে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন? অনেকে মনে করছেন যে, ট্রাম্পের রাষ্ট্রপতি পদে থাকাকালীন যদি ডিভোর্স দেন মেলানিয়া, তবে ক্ষমতার অপব্যবহার করে তাঁর ক্ষতি করতে পারেন ট্রাম্প। একারণেই তাঁর রাষ্ট্রপতি পদে থাকা পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন মেলানিয়া।
এভাবেই ঘরে বাইরে সবকিছুতেই প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!