এখন পড়ছেন
হোম > রাজনীতি > স্বপ্ন পূরণ হতে চলেছে হবু শিক্ষক-শিক্ষিকাদের ! পূজোর পরেই প্রচুর শিক্ষক নিয়োগের বার্তা শিক্ষামন্ত্রীর !

স্বপ্ন পূরণ হতে চলেছে হবু শিক্ষক-শিক্ষিকাদের ! পূজোর পরেই প্রচুর শিক্ষক নিয়োগের বার্তা শিক্ষামন্ত্রীর !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  বেশ কয়েকটা বছর পর স্বস্তির বার্তা পেলেন রাজ্যের হবু শিক্ষক-শিক্ষিকারা । ফলে রাজ্যের শিক্ষামন্ত্রীর দেওয়া আশ্বাস অনুযায়ী আগামী দিনের হবু শিক্ষক-শিক্ষিকাদের স্বপ্ন পূরণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না । প্রসঙ্গ উল্লেখ্য যে বর্তমানে শিক্ষক নিয়োগে দূর্নীতিকে কেন্দ্র করে ময়দানে নেমে পড়ছে বিরোধি শিবির এবং এর পাশাপাশি রাস্তায় ধর্নায় বসতে দেখা যাচ্ছে অনেক চাকরি পার্থীরদেরকেও। 

আর এবার শিক্ষক নিয়োগ নিয়ে বড় মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু , এদিন এই প্রসঙ্গে কোন কোন বিভাগে কত শিক্ষক প্রয়োজন তা ঠিক করতে সমীক্ষা হবে বলেও জানিয়েছেন ব্রাত্যবাবু। জানা যাচ্ছে যে এই মর্মে এদিন রাজ্যে শিক্ষামন্ত্রী গত মঙ্গলবার বিধানসভায় জানালেন ‘‘ছ’বছর পর আদালতের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। একটা নিয়ম করা হচ্ছে। শূন্যপদ অনুযায়ী নিয়োগ করা হবে। তার জন্য তালিকা তৈরি হচ্ছে। বিজ্ঞান, কলা এবং বাণিজ্য কোনও ক্ষেত্রেই শিক্ষক নিয়োগ আর বাকি থাকবে না। কোথায় কত শূন্যপদ রয়েছে, তার তালিকা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট স্কুলগুলো থেকে।’’

প্রসঙ্গ আরো উল্লেখ্য যে ,বিভিন্ন মহলের ধারণা অনুযায়ী জানা যাচ্ছে যে  প্রাথমিকেই প্রায় ২৫ হাজারের মতো শিক্ষক নিয়োগ হতে পারে সেই সাথে উচ্চ প্রাথমিক স্তরে প্রায় ১৪,৩৩৯টি এবং নবম-দশমে প্রায় ১৩,৮৮২ টি  ও প্রধান শিক্ষক নিয়োগের জন্য প্রায় ২,৩২৫ টি শূন্য পদদের সংখ্যা রয়েছে, সব মিলিয়ে প্রায় ৫৫ হাজার ছুঁয়ে ফেলবে এই নিয়োগের সংখ্যা এমনটা ওয়াকিবহাল মহলের ধারণা । তবে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর সকলের ।  

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!