এখন পড়ছেন
হোম > রাজ্য > আরাবুলের গ্রেপ্তারি নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী

আরাবুলের গ্রেপ্তারি নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী


শুক্রবার রাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভাঙড়ে হাফিজুল হত্যাকান্ডের প্রধান অভিযুক্ত সন্দেহে আরাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনাকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী প্রবল সমালোচনা করে বললেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আরাবুল ইসলামকে গ্রেফতারির ঘটনা আদতেই মুখ্যমন্ত্রীর ‘মেক ওভার’। এদিন তিনি এই ঘটনায় মুখ্যমন্ত্রীর প্রতিটা পদক্ষেপের বিশ্লেষন করে বললেন, “মুখ্যমন্ত্রী এখন দেখাতে চাইছেন তাঁর রাজত্বে কতটা শাসন রয়েছে। তিনি দেখাতে চাইছেন, তাঁরা রাজত্বে শাসন রয়েছে বলেই নিজের দলের নেতা আরাবুলকে গ্রেফতার করা হচ্ছে। আরাবুলের গ্রেফতারি আসলে তৃণমূলের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা পর থেকে যেভাবে সন্ত্রাস চালানো হচ্ছে, তাতে তৃণমূলের স্বরূপ প্রকাশ পেয়ে গিয়েছে বাংলার মানুষের কাছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিও ক্ষুন্ন হয়েছে। এখন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ভাঙড়কে বোমা-গুলিতে উত্তপ্ত করে তোলা হচ্ছে।” প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী যখন আরাবুল ইসলামের গ্রেফতারির ঘটনাকে ‘মেক-ওভার’ বলে ব্যাখ্যা করছেন তখন ভাঙড়ের আন্দোলনকারীদের মতে এটা ‘আইওয়াশ’ । প্রদেশ কংগ্রেস সভাপতি তাঁর প্রতিক্রিয়া মেক-ওভারের ব্যাখ্যা করে বললেন মেক ওভারের চেষ্টা না হলে শুধু আরাবুল নয়, মুখ্যমন্ত্রী ঐ ঘটনায় সন্দেহভাজন সকলকেই গ্রেফতারের নির্দেশ দিতেন। তাঁর মতে, “আরাবুল একটা ব্যক্তি নয়, আরাবুল একটা ভাবনা। সে একটা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে। আর সেটা হল সন্ত্রাসের প্রতিষ্ঠান, একটা আতঙ্ক সৃষ্টির প্রতিষ্ঠান। আর প্রতিষ্ঠানের নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আরাবুলকে গ্রেফতার করিয়ে তিনি বাংলার মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন।” এত কিছুর পরে এদিন অধীর বাবু অভিযোগ করে বললেন, “একটা আরাবুলকে গ্রেফতার করিয়ে কী হবে। বাংলাজুড়ে একাধিক আরাবুল ঘুরে বেড়াচ্ছে। শুধু ঘুরে বেড়াচ্ছে বলে ভুল হবে, বাংলাজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার আরাবুল। দিদির হয়ে ভোট করার জন্য, তাঁদের কে ছাড়া আছে। তাঁরা দিদির হয়ে ভোট করবে, বিনিময়ে হাততালি কুড়াবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!