এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আসছে বিধানসভা! তৃণমূল বিধায়ক নিজেই করছেন নর্দমা পরিষ্কার, দিচ্ছেন দলীয় নেতাদের ধমক!

আসছে বিধানসভা! তৃণমূল বিধায়ক নিজেই করছেন নর্দমা পরিষ্কার, দিচ্ছেন দলীয় নেতাদের ধমক!

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গে সম্প্রতি করোনা সংক্রমনের ভয়াবহতার মাঝে দেখা যাচ্ছে ডেঙ্গুর সংক্রমনের উদ্বেগ। একেইতো পশ্চিমবঙ্গের ডেঙ্গুর সংক্রমণ যথেষ্ট বেশি। বর্ষার মরসুমে এই মশা বাহিত রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকার পূর্বেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল, এবারে ডেঙ্গু নিয়ন্ত্রনের উদেশ্যে পথে নামতে দেখা গেল মূল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুবদলকে। হুগলি জেলার চুঁচুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে দেখা গেল এই দৃশ্য।

স্থানীয় সূত্র অনুযায়ী, গত শনিবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অসিত মজুমদার চুঁচুড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডে যুব তৃণমূল সদস্যদের সঙ্গে নিয়ে বিশেষ সাফাই অভিযান করলেন। এদিন বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে একাধিক যুব তৃনমূল সদস্য পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নিকাশি নালা পরিষ্কার করলেন। বেশ কিছু এলাকাবাসী তাঁদের এই উদ্যোগ এর ভূয়সী প্রশংসা করলেন। তবে বেশ কিছু এলাকাবাসীর বিরূপ সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁদেরকে।

প্রসঙ্গত, তাদের এই সমাজসেবামূলক কাজকে সমর্থন জানালেন বেশকিছু এলাকাবাসী। কিছু এলাকাবাসী জানালেন যে, শাসক দলের এই পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। শাসক দলের এই প্রশংসনীয় পদক্ষেপে যথেষ্ট পরিমাণে অনুপ্রাণিত হবেন এলাকাবাসী। তবে এ নিয়ে শাসকদলের প্রতি অভিযোগও করলেন অনেকে। তাদের দাবি, চুঁচুড়া পৌরসভা তার কাজকর্মে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে পড়েছে , একারণেই ভয়ঙ্কর হয়ে উঠেছে এই এলাকার পরিস্থিতি। আর সেটা সামাল দিতেই নর্দমা পরিষ্কারের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বিধায়ক ও অন্যান্য কর্মী।

কিছু এলাকাবাসী কটাক্ষ করেছেন, বিধায়কের এই সমস্ত কিছু কাজ লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। তবে এ প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার জানিয়েছেন যে, মানুষের পাশে দাঁড়ানোই তাঁর প্রধান কর্তব্য। করোনা সংক্রমণ কালে যদি ডেঙ্গুর সংক্রমণ ছড়িয়ে পড়ে। সে ক্ষেত্রে বহু মানুষ বিপন্ন হবেন। এ কারণেই শাসক দলের বিশেষ কর্মসূচির মধ্যেই রাখা হয়েছে এই নর্দমা পরিষ্কার কর্মসূচিটি। বিধায়কের এই কাজে সেদিন সরগরম ছিল সোশ্যাল মিডিয়া।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে গতকাল রবিবার চুঁচুড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জনগণের ক্ষোভের মুখে পড়লেন। প্রসঙ্গত গতকাল রবিবার চুঁচুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে শাসক দলের পক্ষ থেকে ডেঙ্গু দমন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, সংশ্লিষ্ট ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও সেইসঙ্গে বর্তমান কোঅর্ডিনেটর সঞ্জয় পাল।

এই সভাস্থলে স্থানীয় বেশ কিছু বাসিন্দা অভিযোগ জানালেন যে, প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পালকে এলাকায় উপস্থিত হতে দেখা যায় না। এলাকা সাফাই এর কাজ থেকে শুরু করে এলাকার নিকাশি ব্যবস্থা নিয়ে এলাকাবাসী তাঁর কাছে বারবার একাধিক অভিযোগ করেছে। কিন্তু সমস্যার কোন সমাধান তিনি করেন নি । তাঁর বিরুদ্ধে এলাকাবাসীর এমন অভিযোগের জবাব দিতে গেলে তাঁকে থামিয়ে দেন বিধায়ক। তাঁর প্রতি ক্ষুব্ধ হয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, ” এত মানুষের ক্ষোভ এমনি এমনি হয় না। কাজ যে হয়নি তার প্রমাণ তো নিকাশি নালাই দিচ্ছে।”

তবে, অনেকে মনে করছেন সামনের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে নিজের জনভিত্তি বাড়াতে, ও সংযোগ ঘটাতেই এমন বিশেষ পদক্ষেপ বিধায়কের সেইসঙ্গে শাসকদলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!