এখন পড়ছেন
হোম > Uncategorized > ‘অশনি’র আতঙ্ক কাটলেও সপ্তাহান্তেই বড়সড় সাইক্লোনের পূর্বাভাস ! তটস্থ উপকূলীয় জেলাগুলি !

‘অশনি’র আতঙ্ক কাটলেও সপ্তাহান্তেই বড়সড় সাইক্লোনের পূর্বাভাস ! তটস্থ উপকূলীয় জেলাগুলি !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  অশনির প্রভাব  উপকূলবর্তী জেলাগুলি ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এলাকাগুলিতে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে তবে এর প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই  আবারো তৈরি হচ্ছে এক সাইক্লোন । ভারত মহাসাগরে তৈরি এই সাইক্লোনের নাম করিম  যা ভারতের উপকূল ভাগে বেশ দাপট দেখাতে পারে বলেই মনে করা হচ্ছে আবহাওয়া বিশেষজ্ঞরা ।

আবহাওয়া অফিস সূত্রের খবর সাইক্লোন করিম সপ্তাহের শেষে আরও বড় আকার ধারণ করতে পারে যার উপকূলে ল্যান্ডফলের সময় গতি থাকবে প্রায় ১৪০ কিলোমিটার প্রতি ঘন্টা ফলে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি বলেই মনে করা হচ্ছে। তবে এই মুহূর্তে সাইক্লোন করিমের গতিপথের নির্দিষ্ট কক্ষপথ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় নি জানা যাচ্ছে এই সাইক্লোন এর গতিপথ ও শক্তি পরবর্তীতে পরিবর্তিত হতেই পারে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!