এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অশোকের পরাজয়, বিস্ফোরক হেভিওয়েট কংগ্রেস নেতা! বাম- কংগ্রেসে ফাটলের ইঙ্গিত!

অশোকের পরাজয়, বিস্ফোরক হেভিওয়েট কংগ্রেস নেতা! বাম- কংগ্রেসে ফাটলের ইঙ্গিত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বহু চেষ্টা করেও শিলিগুড়ি পৌরসভার নিজেদের দখলে রাখতে পারলো না বামেরা। ভেঙ্গে গেল অশোক ভট্টাচার্যের ক্যারিশমা। তিনি নিজেও এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন। আর এই পরিস্থিতিতে শিলিগুড়ি পৌরসভা বামেদের হাতছাড়া হওয়ার পরেই অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেসের শংকর মালাকার।

যেখানে বামফ্রন্টের আত্মবিশ্বাস এবং অশোক ভট্টাচার্যের অহংকার এই পরাজয় ডেকে এনেছে বলে জানিয়ে দিলেন তিনি। স্বাভাবিকভাবেই হেভিওয়েট কংগ্রেস নেতার এই মন্তব্যের পরেই বামেদের সঙ্গে কংগ্রেসের সম্পর্কের তিক্ততা বাড়ছে বলেই মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেন কংগ্রেস নেতা শংকর মালাকার। তিনি বলেন, “বামফ্রন্টের অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অশোক ভট্টাচার্যের অহংকার ডুবিয়েছে। বারবার জোটের কথা বলেও তারা আগেভাগে প্রার্থী তালিকা ঘোষণা করে সেই সম্ভাবনার জল ঢেলেছে। জোট বেঁধে বাম-কংগ্রেস লড়াই করলে ভোটারদের আস্থা অর্জন করা যেত। কিন্তু বামফ্রন্টের অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অহংকার ডুবিয়ে দিয়েছে।”

বিশেষজ্ঞরা বলছেন, শঙ্কর মালাকারের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে বামেদের সঙ্গে কংগ্রেসের দূরত্ব আরও বৃদ্ধি পেল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!