এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আতঙ্ক বাড়িয়ে এবার বাংলার বুকে পুলিশ ট্রেনিং স্কুলে করোনা আক্রান্ত একযোগে ১২! চিন্তা বাড়ছে

আতঙ্ক বাড়িয়ে এবার বাংলার বুকে পুলিশ ট্রেনিং স্কুলে করোনা আক্রান্ত একযোগে ১২! চিন্তা বাড়ছে


যত দিন যাচ্ছে, ততই পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। করোনাকে আটকাতে লকডাউন করা হয়েছে। আর সেই লকডাউনের সময় সকলে বাড়িতে থাকলেও, তাদের কাজ করে গিয়েছেন স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পুলিশকর্মীরা। কিন্তু এবার সেই পুলিশকর্মীদেরই করোনা ভাইরাসে আক্রান্ত হতে হল। সূত্রের খবর, এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন পুলিশ ট্রেনিং স্কুলের 12 জন পুলিশকর্মী।

বর্তমানে তাদের বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার ফলে এখন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহে পিটিএসের এক পুলিশ অফিসারের করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই অন্যান্য পুলিশকর্মীরা তা নিয়ে আন্দোলন শুরু করেন। ট্রেনিং স্কুলের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দেওয়ার দাবি তোলেন। আর তার পরেই তাদের করোনা পরীক্ষা হয়।

কিন্তু এবার সেই পরীক্ষার ফলে পুলিশ ট্রেনিং স্কুলের 12 জন পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়ে যাওয়ায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সম্প্রতি ঘূর্ণিঝড়ের পর মধ্য কলকাতার গিরিশ পার্ক থানার এক পুলিশ অফিসার অসুস্থ হয়ে পড়েন। তারপরেই তার লালারস পরীক্ষা করার পর দেখা যায়, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সেই পুলিশ অফিসারের সংস্পর্শে যারা যারা এসেছিলেন, তাদের সকলকে এখন কোয়ারেন্টাইন থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু যেভাবে 12 জন পুলিশকর্মী একসাথে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন, তাতে সংক্রমিত হওয়ার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যদিও বা এই ব্যাপারে পুলিশ কর্তাদের পক্ষ থেকে অভয়ের বার্তাই শোনা যাচ্ছে।

এদিন এই প্রসঙ্গে এক পুলিশকর্তা বলেন, “পুলিশ কর্মীদের বলা হচ্ছে, কেউ যাতে অযথা আতঙ্কিত না হন। করোনা আক্রান্ত প্রত্যেকেরই চিকিৎসা হচ্ছে। তারা তাড়াতাড়ি সুস্থ হচ্ছেন।” সব মিলিয়ে এবার পুলিশকর্মীদেরও শরীরে করোনা ভাইরাস বাসা বাধায় তীব্র গুঞ্জন সৃষ্টি হল রাজ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!