এখন পড়ছেন
হোম > জাতীয় > বাবা, মায়েরা তাঁদের মেয়েদের সুসংস্কারের শিক্ষা দিলেই ধর্ষণ কমবে সমাজে।- বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

বাবা, মায়েরা তাঁদের মেয়েদের সুসংস্কারের শিক্ষা দিলেই ধর্ষণ কমবে সমাজে।- বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তরপ্রদেশের হাথরাসে দলিত তরুণীর গণধর্ষণের ঘটনায় প্রতিবাদে মুখর হয়ে উঠেছে সারা দেশ। উত্তরপ্রদেশের যোগী সরকারকে সমস্ত বিরোধীদল অভিযুক্তের কাঠগড়ায় তুলে তার তীব্র নিন্দা করেছে। প্রসঙ্গত গত মঙ্গলবার দিল্লির সফদরজং হাসপাতালে উত্তরপ্রদেশের হাথরাসের গণধর্ষিতা নির্যাতিতার মৃত্যু হয়েছিল।

অভিযোগ উঠেছে যে, গত ১৪ ই সেপ্টেম্বর ৪ জন অভিযুক্ত তাকে গণধর্ষণ করেছিল। দিল্লির নির্ভয়া কাণ্ডের মতো গণধর্ষণের পর তার উপরেও নির্মম অত্যাচার পর্যন্ত চালানো হয়েছিল। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় প্রথমে আলিগড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। পরে তার শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি ঘটলে তাকে দিল্লির সফদরজং হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

দেশজুড়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ও মিডিয়ার একটা বড় অংশ হাথরসের ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ সরকার ও প্রশাসনকে বারবার অভিযুক্ত করছে। এই আবহে হাথরাসের গণধর্ষণ কাণ্ড নিয়ে নিজের অভিমত ব্যক্ত করলেন উত্তরপ্রদেশের বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং এ প্রসঙ্গে নিজের বক্তব্য রাখতে গিয়ে গতকাল শনিবার জানালেন, ” এই ঘটনাগুলি শুধু সংস্কারেই রুখতে পারে, শাসন এবং তলোয়ারে থামবে না।”

এ প্রসঙ্গে তিনি আরও জানালেন যে, সকল পিতা মাতারই ধর্ম হলো, তাদের যুবতী কন্যাদেরকে একটা সংস্কারের পরিবেশের মধ্যে শালীন ব্যবহারের শিক্ষা দান করা। এ প্রসঙ্গে তাঁর মতামত, সরকারের ধর্ম যদি সুরক্ষা দেয়া হয়, তবে পরিবারের ধর্ম হলো, তাদের সন্তানদের সুশিক্ষা ও মূল্যবোধের শিক্ষা দান। সরকার ও মূল্যবোধের যোগফলই দেশকে সুন্দর করে তোলার পথ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং ইতিপূর্বে বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করে নিজেকে মিডিয়ার স্পটলাইটে এনেছিলেন। ইতিপূর্বে তাঁকে মন্তব্য করতে দেখা গিয়েছিল যে, নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করে কোন ভুল কাজ করেননি।একবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ‘নিষ্ঠুর’ বলে মন্তব্য করে তিনি ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিলেন। এবারে ধর্ষণ রোধে মেয়েদের সংস্কারের শিক্ষাদানের নিদান দিলেন তিনি।

এভাবে, হাথরাসের এমন নৃশংস গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত পুরুষদের কোন ভাবে দায়ী না করে নির্যাতিতা মেয়েদের সংস্কারক ও শিক্ষা-দীক্ষাকে দায়ী করলেন তিনি। তার এই বক্তব্যে আবারো তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। দেশব্যাপী নিন্দার ঝড় বইতে শুরু করেছে তাঁর এই বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে। প্রসঙ্গত হাথরাস কান্ডকে কেন্দ্র করে দেশজুড়ে প্রচন্ড অস্বস্তিতে পড়েছে বিজেপি সরকার। তার ওপরে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের এমন বিতর্কিত মন্তব্য তাঁদের সমস্যাকে আরো অনেকটাই বাড়িয়ে দিল বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!