এখন পড়ছেন
হোম > রাজ্য > পাঁচকোটি কর্মসংস্থানের কথা ঘোষণা করে গোটা দেশকে চমকে দিল মোদী সরকার

পাঁচকোটি কর্মসংস্থানের কথা ঘোষণা করে গোটা দেশকে চমকে দিল মোদী সরকার


দেশের অর্থনীতির বেহাল দশা ফেরাতে আগেই পদক্ষেপ গ্রহণ করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিছুদিন ধরেই ভারতবর্ষের অর্থনীতির আকাশে কালো মেঘ দেখা দিয়েছে, যার অস্তিত্ব এখনো রয়ে গেছে। অর্থনৈতিক মন্দার ফলে দেশের ছোট বড় মাঝারি শিল্প সংস্থাগুলি ডুবতে বসেছে আর তার সাথে তালে তাল মিলিয়ে রয়েছে ছাঁটাই পর্ব। ফলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়ে।

প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী প্রায় প্রতিদিনই দেশের অর্থনীতিকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে নিত্য নতুন পরিকল্পনা করে গেছেন এবং যাচ্ছেন। তবে এখনো ভারতের অর্থনীতির আকাশ থেকে মন্দার কালো মেঘ কাটেনি। সাধারণ মানুষের ব্যবহার্য জিনিসের দাম এখনো অগ্নিমূল্য রয়ে গেছে। তবে এবার অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির সুবিধার্থে নতুন আইন প্রণয়ন করার কথা ভাবছে কেন্দ্র।

এবার অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলিকে একই ছাতার তলায় আনার কথা ভেবেছে কেন্দ্র। কারণ কর সংক্রান্ত ও বিনিয়োগ সংক্রান্ত সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিতে আগ্রহী হয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় এম এস এম ই মন্ত্রী নীতিন গড়করি দিল্লিতে লাক্সারি সিম্পোজিয়ামে এমনটাই জানিয়েছেন বলে জানা গেছে।

পাশাপাশি তিনি এও আশা প্রকাশ করেছেন, আগামী পাঁচ বছরে এই নীতি রূপায়ণ হলে পাঁচ কোটি নতুন কর্মসংস্থান হবে। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইতিমধ্যে ব্যাংক ও শিল্প ক্ষেত্রে বেশ কিছু সংস্কারের কথা ঘোষণা করেছেন। আগস্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এম এস এম ই নিয়ে নতুন চিন্তাধারার ইঙ্গিত দিয়েছিলেন। সে কথা বিবেচনা করে এবার এম এস এম ই আইনের সংশোধন হয়ে ভিন্ন ভিন্ন শিল্প ক্ষেত্র বদলে গিয়ে একক সংজ্ঞা নির্ধারণ হবে। সে ক্ষেত্রে বলা হচ্ছে, নতুন পদক্ষেপের ফলে নতুন ব্যবসা শুরু এবং বর্তমান ব্যবসা পরিচালনা অনেক সহজ হয়ে উঠবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই নতুন নিয়মের ফলে, ভারতের সহজে ব্যবসা করা বা ইসি অফ ডুয়িং বিজনেস এর চিত্রের একটা বদল আসবে। এম এস এম ইর ক্ষেত্রে নতুন সংজ্ঞা তৈরীর জন্য কারখানা নির্মাণ এবং যন্ত্রাংশ বসাতে বিনিয়োগের পরিমাণ এর পরিবর্তে বার্ষিক বিক্রির পরিমাণ কে মাপকাঠি হিসেবে ধরা হবে। এ বিষয়ে গত ফেব্রুয়ারিতেই কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছিল। এ বিষয়ে নীতিন গড়করি জানিয়েছেন, একটি চূড়ান্ত বৈঠকের পরেই এ বিষয়ে সিদ্ধান্ত পাকা হবে।

ভারতীয় অর্থনীতিতে দেশের মোট জাতীয় উৎপাদনের 29% এই ক্ষেত্র থেকে আসে। এখনো পর্যন্ত দেশের এম এস এম ই ক্ষেত্রে 11 কোটি কর্মসংস্থান হয়েছে। নতুন নিয়ম প্রসঙ্গে গড়কড়ি জানালেন, আগামী পাঁচ বছরে এম এস এম ই ক্ষেত্রে আরও পাঁচ কোটির কর্মসংস্থান হবে। এই কর্মসংস্থানের প্রয়োজন আছে বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকায়, গ্রামাঞ্চল এবং কৃষি ক্ষেত্রে‌। নীতিন গড়করি মন্ত্রী হিসাবে এম এস এম ই ছাড়াও সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের দায়িত্বেও আছেন।

হাইওয়ে নিয়েও গড়করি তার সিদ্ধান্ত জানিয়েছেন। দিল্লি এবং মুম্বাইতে পাশাপাশি 12 টি গাড়ি যাতায়াত করতে পারে সেরকম কংক্রিটের রাস্তা তৈরি হচ্ছে। এছাড়াও জাতীয় সড়কের ধারে ধারে ভারতের হস্তবয়ন ও হস্ত শিল্পের আন্তর্জাতিক মানের মিউজিয়াম করা হবে বলে জানান তিনি।

বর্তমানে ভারত বর্ষ চরম অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছে। জিডিপির হার ক্রমশই নিম্নমুখী। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ছাঁটাইয়ের ভয়। এই নির্মম অর্থনৈতিক সংকটের মধ্যে থেকে উঠে দাঁড়াতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশ। তবে এ নিয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি, কেন্দ্রীয় সরকার যদি সঠিক পরিকল্পনা নিয়ে ভারতীয় অর্থনীতিকে সঠিক দিশা দেখাতে পারে, তাহলে সময় লাগলেও এই পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়া যাবে।

অন্যদিকে শাসক শিবিরের দাবি, এমএসএমই নিয়ে বর্তমানে যে চিন্তাভাবনা করা হচ্ছে, তাতে দেশের ব্যবসার হার যথেষ্ট বাড়বে এবং অর্থনৈতিক উন্নতি হবে। আপাতত সম্পূর্ণ ব্যাপারটি কার্যকর হওয়ার দিকে লক্ষ্য রাখছে দেশের অর্থনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!