এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > হেভিওয়েট নেতা পদ পাবেন কিনা সিদ্ধান্ত আজ! ক্রমশ জল্পনা বাড়ছে উত্তরবঙ্গে

হেভিওয়েট নেতা পদ পাবেন কিনা সিদ্ধান্ত আজ! ক্রমশ জল্পনা বাড়ছে উত্তরবঙ্গে


যদি করোনা ভাইরাস না আসত, তাহলে এতদিনে রাজ্যের অনেক পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়ে যেত। তবে সেই ভাইরাসের দাপট চরম পরিমাণে বৃদ্ধি পাওয়ায় এখন কলকাতা পৌরসভার মত পৌরসভায় মেয়াদ শেষ হওয়ায়, সেখানে প্রশাসক পদে বসিয়ে দেওয়া হয়েছে, প্রাক্তন মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। তবে ফিরহাদ হাকিমকে পৌরসভার প্রশাসক করার পরেই বিরোধীদের তরফে প্রশ্ন তোলা হয়, রাজ্য সরকার বা রাজ্যের শাসক দল নিজেদের হাতে পৌরসভার ক্ষমতা রাখার জন্য ফিরহাদ হাকিমকে পৌরসভার প্রশাসক করে দিয়েছে।

তবে শুধুমাত্র তৃণমূলের দখলে থাকা পৌরসভাগুলোতেই নয়, শিলিগুড়ি পৌরসভারতেও সেখানকার প্রশাসক পদে বসানোর জন্য অশোক ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়ার কথা ভাবনাচিন্তা শুরু করেছে রাজ্য সরকার। তবে কলকাতা পৌরসভার সিদ্ধান্ত নিয়ে যে বামফ্রন্ট এত প্রশ্ন তুলেছে, সেই বামফ্রন্টের নেতা অশোক ভট্টাচার্যকে শিলিগুড়ি পৌরসভায় দায়িত্ব দেওয়ার পর যদি তারা প্রশ্ন না করে, তাহলে তাদের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আর তাই সেদিকটি মাথায় রেখেই এখন অশোক ভট্টাচার্যর ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, শিলিগুড়ি পৌরসভায় প্রশাসক নিয়োগ নিয়ে আজ বিজ্ঞপ্তি জারি হবে। কিন্তু যদি রাজ্য সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়, তাহলে কি সিপিএম অশোক ভট্টাচার্যকে এই পদে বসানোর জন্য রাজি হবে? এখন তা নিয়ে সিপিএমের অন্দরে বিস্তর আলোচনা চলবে বলেই মনে করা হচ্ছে। কেননা সিপিএমের একাংশ মনে করছে যে, শিলিগুড়ি পৌরসভার প্রশাসক পদে গ্রহন করে রাজ্য সরকারের কাছে আত্মসমর্পণ করা ঠিক হবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই দলের নীতি বজায় রেখে ওই পদ গ্রহণ না করে রাজনৈতিক লড়াইয়ে আরও জোরদার করতে হবে তাদের। একইভাবে কংগ্রেস চাইছে না যে, অশোক ভট্টাচার্য যাতে এই পদ গ্রহণ করে। তবে অশোকবাবুর অনুগামীরা অবশ্য এই পদ গ্রহণ করার ব্যাপারে সওয়াল করা শুরু করেছেন। তাদের বক্তব্য, এখন করোনা পরিস্থিতি চরমে উঠেছে। সংকীর্ণ রাজনীতির উর্ধ্বে উঠে বৃহত্তর স্বার্থের কথা ভেবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

তাই পৌরসভার প্রশাসনিক পদ গ্রহণ করা উচিত। তাহলেই মানুষের পাশে থাকা সম্ভব হবে। আর যদি রাজ্য সরকারের এই প্রস্তাব গ্রহণ করা না হয়, তাহলে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা প্রচার করে সিপিএমকে কোনঠাসা করা হতে পারে বলে মনে করছেন অশোকবাবুর অনুগামীরা। তাই এই পদ অশোকবাবুর গ্রহণ করা উচিত বলে দাবি করছে তার অনুগামীরা যদিওবা এই ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিপিএম। এদিন এই প্রসঙ্গে অশোক ভট্টাচার্য বলেন, “রাজ্য সরকারের নির্দেশ বের হওয়ার পরে দলে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

অন্যদিকে এই ব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেন, “রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে প্রশাসক হিসেবে যিনি বসবেন, তাকে সবরকম সাহায্য করা হবে। তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলব।” এখন শিলিগুড়ি পৌরসভা নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কি বিজ্ঞপ্তি জারি হয় এবং রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে যদি অশোক ভট্টাচার্যকে প্রশাসক করা হয়, তাহলে অশোকবাবু এবং তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেন, তার দিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!