এখন পড়ছেন
হোম > জাতীয় > গান স্যালুট ও হাজার জনতার জয়ধ্বনীতে চির বিদায় শহীদ বাবলু সাঁতরাকে, শোকের মাঝেও শান্তির বাণী স্ত্রীর মুখে

গান স্যালুট ও হাজার জনতার জয়ধ্বনীতে চির বিদায় শহীদ বাবলু সাঁতরাকে, শোকের মাঝেও শান্তির বাণী স্ত্রীর মুখে


গত ডিসেম্বরেই ছুটি নিয়ে কিছু দিনের জন্য বাড়িতে ফিরছিলেন সদ্য শহীদ হয়ে যাওয়া বীরসেনা বাউড়িয়ার চককাশির বাবলু সাঁতরা। আর বাড়ি থেকে ফিরে যাওয়ার সময় বাড়ির লোককে কথা দিয়ে গিয়েছিলেন যে, আগামী মার্চ মাসে তিনি ফের বাড়িতে আসবেন। হ্যাঁ, কথা দিয়ে কথা রাখলেন তিনি।

মার্চ মাসের আগেই বাড়িতে আসলেন ঠিকই, তবে নীরবে-নিভৃতে। কফিনে ঢাকা নিথর দেহ বাড়িতে পৌঁছল বাবলু সাতরার। কেননা গত বৃহস্পতিবারই ভালোবাসার পবিত্র দিনে কাশ্মীরের পুলওয়ামা জেলায় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের হামলায় মৃত্যু হয়েছে প্রায় 42 জন ভারতীয় সেনার। আর যার মধ্যে ছিল বাংলার এই বাবলু সাঁতরাও। শনিবার সকালে চককাশির বাড়িতে সেই বীর শহীদ বাবলু সাতরার দেহ আনার কথা থাকলেও তা পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা সাড়ে ছয়টা হয়ে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে শেষবারের মতো একবার ঘরের ছেলের মুখ দেখবার জন্য এদিন সেই বাবলু সাতরার বাউরিয়ার চককাশির বাড়িতে প্রচুর মানুষের ঢল নেমেছিল। ঘরের ছেলে চলে যাওয়ায় শোকাহত এলাকার মানুষ জনের কারওর বাড়িতে এদিন ভাতের হাড়ি পর্যন্ত চড়েনি। কিন্তু শেষ পর্যন্ত কফিনবন্দি হয়ে থাকায় সেই শহীদ হয়ে যাওয়া বাবলু সাতরার মুখ দেখতে পেলেন না কেউই। যা নিয়ে আক্ষেপের সুর শোনা গেছে গ্রামবাসী থেকে সেই বাবলু সাতরার মায়ের গলায়।

এদিন সেই বীর শহীদ সেনার মা বনলতা সাঁতরা কাঁদতে কাঁদতে বলেন, “কফিনবন্দি হয়েই ও চলে গেল। শেষবারের মতন ছেলের মুখটা দেখতে পেলাম না। এই আক্ষেপটা আমার সারাজীবন থাকবে।”

অন্যদিকে এদিন যথাযোগ্য সম্মান দিয়ে গানস্যালুট ও জনতার জয়ধ্বনিতে চির বিদায় জানানো হয় সেই শহীদ বাবলু সাতরাকে। তবে সবার মুখে আক্ষেপের সুর শোনা গেলেও, এরূপ ঘটনা যাতে আর না ঘটে সেজন্য শান্তির বাণী শোনা গিয়েছে সেই নিহত বীর শহীদ জওয়ান বাবলু সাতরার স্ত্রী এর গলায়।

তিনি বলেন, “যুদ্ধ কোনো সমাধান হতে পারে না। যুদ্ধ হলে আরও কত মায়ের কোল খালি হবে। এটা আমরা কখনোই চাই না। শান্তিপূর্ণ ভাবে সব কিছুর সমাধান করতে হবে।” সব মিলিয়ে এবার অবশেষে দেশের জন্য প্রাণ দিয়ে পঞ্চত্বপ্রাপ্তি লাভ করলেন বীর শহীদ জওয়ান বাবলু সাতরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!