আধার নিয়ে বাবুল সুপ্রিয়র মন্তব্যে বিতর্ক শুরু রাজ্য January 24, 2018 কেন্দ্র বহুদিন আগেই আদার সংযুক্তিকরণের নির্দেশ দিয়েছে।আর তা নিয়েও কঠাক্ষ অভিযোগ শুনতে হয়েছে কেন্দ্রকে।সমানে বিরোধিতা করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীর নাম না করেই এদিন আসানসোলের প্রধান ডাকঘরে আধার সংশোধন কেন্দ্রের নব উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।আর সেই মন্তব্ব্য ঘিরেই শুরু বিতর্ক।এই অনুষ্ঠান পর্বে উপস্থিত সকলের সামনে তিনি বললেন,“যারা কালো কারবারের সঙ্গে যুক্ত, তারাই আধারের বিরোধিতা করছে।”ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে যে তবে কি মুখ্যমন্ত্রীকে ঘুরিয়ে কালো কারবারের সাথে যুক্ত বললেন। পাশাপাশি তিনি জানান কালো বাজারি রোখবার জন্য আসানসোল সহ গোটা রাজ্যে গড়ে তোলা হবে ১১০০ টি আধার কেন্দ্র।যাতে মানুষকে আধার তৈরির বিষয়ে কোনো সমস্যায় না পড়তে হয়।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের চিফ পোস্ট মাস্টার জেনেরাল অরুন্ধতী ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা।এদিন বাবুলবাবু বললেন, “যদি কারও বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে, অবৈধ সম্পত্তি না থাকে তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে তিনি আপত্তি করবেন কেন? যারা বিরোধিতা করছেন, চেঁচামেচি করছেন তাদেরই অসুবিধা হচ্ছে আধার লিঙ্ক করতে।”পাশাপাশি তিনি চলচ্চিত্র জগতের উদাহরণ নিয়ে বললেন,“বলিউডের শিল্পীরা তো আধার লিঙ্ক করা নিয়ে প্রতিবাদ বা চেঁচামেচি করেননি। যারা কালো কারবারের সঙ্গে যুক্ত তারাই আধার লিঙ্ক করতে ভয় পাচ্ছেন।” আপনার মতামত জানান -