এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাংলায় পুরোপুরি বেজে গেল ভোটের বাদ্যি! অন্য রাজ্য থেকে হাজারে হাজারে ভোটযন্ত্র আসা শুরু?

বাংলায় পুরোপুরি বেজে গেল ভোটের বাদ্যি! অন্য রাজ্য থেকে হাজারে হাজারে ভোটযন্ত্র আসা শুরু?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের এখনো দিনক্ষণ নির্ধারণ হয়নি। কিন্তু এর মধ্যেই সামনের বছর এপ্রিল, মে মাস নাগাদ বিধানসভা ভোট হতে পারে ধরে নিয়েই ইতিমধ্যে বিভিন্ন জেলায় ধীরে ধীরে নির্বাচনী প্রস্তুতি শুরু করা হয়েছে বলেই দেখা গেছে। সেখানে কয়েকদিন আগেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করা হয়েছে বলে জানা যায়।

সেইসঙ্গে ১৫ই ডিসেম্বর পর্যন্ত জেলায় ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে বলেও জানান হয়েছে। আর এরই মধ্যে ভোটের বাদ্যি বেজে গেল বলেই মনে করা হচ্ছে। জানা গেছে, এরমধ্যেই ভোটযন্ত্র পরীক্ষা করার মধ্যে দিয়ে বিধানসভা ভোটের প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

সেইসঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য অন্ধ্রপ্রদেশ থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় ২১ হাজার ভোটযন্ত্র আনা হয়েছে। অন্যদিকে যেখানে এমনিতেই ইভিএম মেশিনে ভোট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলই নানা অভিযোগ তুলেছে। সেখানে অধিকাংশ ভোটযন্ত্র নতুন হওয়ায় তা সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনেই পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তথ্য সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলায় ১৫টি বিধানসভা রয়েছে। আর বুথের সংখ্যা আছে মোট ৪২৯০টি। এই জেলার জন্য ২১ হাজার ভোটযন্ত্র এসেছে। এরমধ্যে সাত হাজার ব্যালট ইউনিট রয়েছে। বাকি ১৪ হাজার ভিভিপ্যাট, কন্ট্রোলিং ইউনিট রয়েছে।

সেখানে মেদিনীপুর সদর মহকুমা ছাড়াও ঘাটাল এবং খড়্গপুর মহকুমাতেও এই ভোটযন্ত্র পরীক্ষা করা হবে বলেও জানান হয়েছে। ১লা ডিসেম্বর থেকে খড়্গপুর মহকুমায় ভোটযন্ত্র পরীক্ষা শুরু করা হবে বলেও জানান হয়েছে। সেখানে ১৬ তারিখ থেকে ঘাটাল মহকুমা এলাকায় ভোটযন্ত্র পরীক্ষা হবে বলে স্থির করা হয়েছে।

অন্যদিকে, মেদিনীপুর সদর মহকুমায় ২০ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত ভোটযন্ত্র পরীক্ষা করা হবে। এক্ষেত্রে খড়্গপুর মহকুমা প্রশাসন সূত্রে জানান হয়েছে, খড়্গপুর মহকুমা অফিস চত্বরেই ভোটযন্ত্র পরীক্ষার প্রস্তুতি চলছে। আর ভোটযন্ত্র পরীক্ষা করার জন্য প্রায় ১০০ জন কর্মী-অফিসার নিয়োগ করা হয়েছে বলেও জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর মধ্যে ছ’জন ডেপুটি ম্যাজিস্ট্রেট, পাঁচজন বিডিও বা জয়েন্ট বিডিও পদমর্যাদার আধিকারিকরা দায়িত্বে থাকবেন বলে প্রশাসন সূত্রে জানান হয়েছে। এছাড়া মহকুমা প্রশাসনের কর্মীরাও থাকবেন বলে জানা গেছে। সেইসঙ্গে মেশিনের প্রযুক্তিগত বিষয় পরীক্ষা করার জন্য ইঞ্জিনিয়ারদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে বলে জানা গেছে।

এছাড়া নিরাপত্তার দায়িত্বেও প্রচুর পুলিশ রাখা হবে বলেও জানা গেছে। এক্ষেত্রে খড়্গপুরের মহকুমা শাসক আজমল হোসেন জানিয়েছেন, ১ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ভোটযন্ত্র পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। সেই মতো এখন থেকে সবরকম প্রস্তুতি শুরু হয়ে গেছে বলেও জানান তিনি। সেইসঙ্গে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের থাকার জন্য বলা হয়েছে বলেও জানান তিনি।

তাঁদের উপস্থিতিতেই প্রথম দফার ভোটযন্ত্র পরীক্ষার কাজ করতে বলা হয়েছে বলে জানা গেছে। এক্ষেত্রে জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, গত কয়েকটি নির্বাচনে যে ইভিএমে ভোট নেওয়া হয়েছিল, সেই ভোটযন্ত্র দিয়ে এবার আর ভোট হবে না। যে কারণে ইতিমধ্যেই জেলা থেকে ১৬ হাজার ভোটযন্ত্র অন্ধ্রপ্রদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সেক্ষেত্রে প্রথম দফার পরীক্ষার পর ত্রুটিমুক্ত ভোটযন্ত্রগুলিকে জেলা প্রশাসনের ওয়ারহাউসে রেখে দেওয়া হবে বলেও ঠিক করা হয়। তবে সেক্ষেত্রে বিধানসভা ভোটে মনোনয়নপর্ব শেষে প্রার্থীদের নাম চূড়ান্ত হওয়ার পর সেই ভোটযন্ত্রগুলিকে আবার পরীক্ষা করা হবে বলেও জানা গেছে। সেই সময়ও সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতেই ভোটযন্ত্র পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

অন্যদিকে, জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশ থেকে মেশিনগুলি কলকাতা, হাওড়া হয়ে ওই জেলায় নিয়ে আসা হয়েছে। সেইসঙ্গে নিয়ম মেনেই ভোটযন্ত্রগুলির প্রথম দফার পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দফায় পরীক্ষায় কোনও মেশিনের ত্রুটি দেখা দিলে তা ফেরত পাঠিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করতে দেখা গিয়েছিল তাঁকে। আর এই সমস্ত বিষয়টি সর্বদলীয় বৈঠক করে তাদের জানানো হয়েছে বলেই জানিয়েছেন তিনি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!